নৈহাটির ‘নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়াম’ সকলের দৃষ্টি কেড়েছে

নিউজ ডেস্ক ::সল্টলেক স্টেডিয়াম বা কলকাতার বড়ো ক্লাবগুলোর স্টেডিয়ামেই খেলা সীমাবদ্ধ নয়। ছড়িয়ে পড়েছে বাংলার বহু জায়গায়। তারমধ্যে অন্যতন একটি স্টেডিয়ান হলো নৈহাটির এই স্টেডিয়ামটি। সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নামাংকৃত জেলার এই ঝাঁ চকচকে স্টেডিয়ামে এখন আইএফএ শিল্ড থেকে শুরু করে ডুরান্ড কাপ, আই লিগ-এর মত বড় ধরনের খেলাও অনুষ্ঠিত হচ্ছে। শুধু বড় দলের খেলায় নয়, স্টেডিয়ামে ফ্রেন্ডলি ক্লাব ফুটবল প্রতিযোগিতা থেকে নৈহাটি গোল্ড কাপও অনুষ্ঠিত হয় প্রতি বছর। ফলে ক্রীড়া প্রেমীরাও এই স্টেডিয়ামকে ঘিরে নতুন উৎসাহ খুঁজে পাচ্ছেন।

এই স্টেডিয়ামে দর্শক আসন সংখ্যা প্রায় ২৫ হাজার। উন্নতমানের বর্মুডা ঘাস ব্যবহার করা হয়েছে, যে ঘাসের উপর খেলোয়ারদের দক্ষতা দেখাতে বিশেষ সুবিধা হয়। মোহনবাগান ইস্টবেঙ্গল-এর মত বাংলার বড় ফুটবল দলগুলিও এই মাঠে খেলেছে। আগামী দিনেও এ ধরনের বড় ফুটবল খেলা অনুষ্ঠিত হওয়ার জন্য যে ধরনের পরিকাঠামো দরকার তার সবই রয়েছে এই আধুনিক স্টেডিয়ামে। জেলার অন্যতম আরেকটি স্টেডিয়াম বারাসাত। তবে বর্তমানে স্টেডিয়াম সংস্কারের কাজ চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে জেলার এই আধুনিক স্টেডিয়াম এখন ক্রীড়া প্রেমীদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে। এভাবেই কলকাতা কেন্দ্রিক ফুটবলকে ছড়িয়ে দিতে হবে সারা বাংলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *