সুন্দরবন এলাকার হিঙ্গলগঞ্জ এর পুকুরিয়া এলাকায় জন্ম নিলো ৩টি বনবিড়াল

নিউজ ডেস্ক ::বনবিড়াল আসলে সুন্দরবনের প্রাণী। হাল্কা জঙ্গলে তাদের বসবাস। কিন্তু হঠাৎ দেখা গেলো, হিঙ্গলগঞ্জ এর পুকুরিয়া এলাকায় একটি কাঠের গুদামে একটি বন বিড়াল সহ তিনটি শাবক। স্থানীয় বাসিন্দাদের দেখে বন বিড়ালটি পালিয়ে গেলেও, সেখানে তিনটি বন বিড়াল শাবককে দেখে স্থানীয়রা। এরপর খবর দেওয়া হয় বন দফতরে। প্রাথমিক অবস্থায়, উদ্ধার হওয়া বন বিড়াল শাবক গুলিকে কেউ বাঘরোলের শাবক বলায় এলাকায় অনেক অংশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও পরে সেটিকে বন বিড়াল বলে চিহ্নত হলে হাফ ছেড়ে বাঁচে এলাকার মানুষ।

জঙ্গল ছেড়ে খাদ্যের সন্ধানে লোকালয়ে যাওয়ার পর বনবিড়ালের বাচ্চা প্রসব হয়েছে বলে মনে করছেন অনেকে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া বন বিড়াল শাবকগুলি উদ্ধার করে নিয়ে যায় বনদফতরের কর্মীরা। তবে একটা বিষয়ে চিন্তা বাড়িয়েছে বন দপ্তরের আধিকারিকদের। এভাবে বন বিড়াল যদি লোকালয়ে ঢুকে পরে তাহলে ক্ষতি হতে পারে মানুষের দৈনন্দিন জীবনযাত্রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *