নিউজ ডেস্ক ::বলিউডে চিরন্তন ব্যাচলরের পরিচয় নিয়ে দিব্যি কাজ করে যাচ্ছেন সলমন খান। যদিও ইতিমধ্যে তাঁর ডজন খানেক প্রেমের খবর সামনে এসেছে। সোমি আলি থেকে শুরু করে সঙ্গীতা বিজলানি, ক্যাটরিনা কাইফ। ঐশ্বর্য রাইয়ের সঙ্গে সলমনের প্রেমের গল্প তো সুপারহিট বলিপাড়ায়। নানা সময়ে নানা নায়িকার সঙ্গে নাম জড়ালেও, ৫৯-এ পা দিয়েও সলমন একেবারে সিঙ্গল এবং মিঙ্গলের জন্য একেবারেই তৈরি নন। কিন্তু সেই সলমনই যদি প্রেম দিবসে প্রেমেরবার্তা পোস্ট করেন, তাহলে? ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। প্রেমের দিবসে বলিউডের প্রায় সেলেবই নিজেদের মতো করে প্রেমের বার্তা শেয়ার করেছেন। যাঁরা প্রেমে রয়েছেন, তাঁরা প্রেমিক বা প্রেমিকাকে সঙ্গে নিয়ে, আবার যাঁরা বিয়ে করেছেন, তাঁরা স্বামী বা স্ত্রীকে সঙ্গে নিয়ে ছবি শেয়ার করেছেন।
ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে সলমন সোশাল মিডিয়ায় শেয়ার করলেন গোটা খান পরিবারের ছবি। আর গোটা পরিবারকেই শুভেচ্ছা জানালেন প্রেম দিবসের। ছবিতে দেখা গেল, সলমনের বাবা সেলমি খানকে, মা সালমা খানকে এছাড়াও ছিলেন আরবাজ খান, সুরা খানসহ অন্যান্যরা। এবং সলমন ভ্যালেন্টাইনস ডের সঙ্গে মিলিয়ে এ দিবসের নাম দিলেন ফ্যামিলিটাইনস ডে। এমনিতেই সলমনের ঘাড়ে নিশ্বাস ফেলছে প্রাণনাশের হুমকি। তার মধ্যেই ‘সিকন্দর’ সিনেমার শুটিং সারছেন সলমন।
