আবার আগুন মহাকুম্ভতে – পুড়ে ছাই বেশ কয়েকটা তাঁবু

নিউজ ডেস্ক ::মহাকুম্ভতে হচ্ছেটা কী? কেন এখনও তৎপর হয় নি যোগী সরকার। কেন আগের থেকে সাবধানতা নেওয়া হচ্ছে না? গত সপ্তাহেও শঙ্কারাচার্য মার্গে একই রকম লাগে আগুন। জ্বলে যায় মোট ২০টির কাছাকাছি তাঁবু। তখনই ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনতে যায় ছুটে যায় দমকল বাহিনী। উল্লেখ্য, প্রয়াগরাজের বুকে এই মেলা শুরু হওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যেই লাগে প্রথম আগুন। মহাকুম্ভের একটি ব্রীজের নীচে রান্নার সিলিন্ডার ফেটে ঘটে অগ্নিসংযোগ। গত ২৮ দিনে এই নিয়ে চতুর্থবার অগ্নিসংযোগের ঘটনা ঘটল মেলা চত্বরে। ইতিমধ্যে, এই আগুনের জেরে পুড়ে গিয়েছে একের পর এক তাঁবু। জানা গিয়েছে, সেক্টর ১৮ ও সেক্টর ১৯-এর মাঝেই ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা।

বার বার এই ঘটনায় চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে উদাসীন যোগী সরকারকে। শেষবারও এই সেক্টর ১৮-তে লেগেছিল আগুন। সেই ঘটনার ঠিক এক সপ্তাহের মধ্য়ে আবার দাউদাউ করে জ্বলে উঠল মহাকুম্ভের এই এলাকা। তবে কীভাবে ঘটল এই অগ্নিসংযোগ, সেই প্রসঙ্গে এখনও জানা সম্ভব হয়নি। স্থানীয় সূত্রে খবর, খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলের দিকে ধেয়ে আসে দমকল বাহিনী। আপাতত নিয়ন্ত্রণে পরিস্থিতি। হতাহতের কোনও ঘটনা ঘটেনি বললেই চলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *