উত্তবরবঙ্গে ভারত-বাংলদেশ সীমান্তে গন্ডগোল

নিউজ ডেস্ক ::BGB-র পরোক্ষ সহযোগিতায় ভারত বাংলাদেশ সীমান্তে চোরা চালানকারী ও অনুপ্রবেশ বেড়ে চলেছে। শুক্রবার তা নিয়ে অশান্তি ছাড়ালো দিনহাটায় ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া গীতালদহের নারায়ণগঞ্জ এলাকায়। রিপোর্ট অনুযায়ী, দিনহাটায় ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া গীতালদহের নারায়ণগঞ্জ এলাকায় বাংলাদেশিদের অনুপ্রবেশ ঠেকাতে পদক্ষেপ করেছিল বিএসএফ। এই ঘটনায় ৪ বাংলাদেশি নাগরিক জখম হয়েছে বলে দাবি করা হয়েছিল প্রথম আলোর রিপোর্টে। আহতদের নাম – শামসুল আলম (৬০), জাবেদ আলি (৫৫), তাজুল ইসলাম (৪০) ও কাসেম আলি (৫০)। সেই ঘটনার পরে নাকি সীমান্তে বিএসএফ এবং বিজিবির পতাকা বৈঠক হয়। সেখানে বাংলাদেশিদের প্রহারের বিষয়টি নিয়ে কথা হয় দু’পক্ষের। এদিকে বাংলাদেশি সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়, উত্তেজনাপূর্বক পরিস্থিতিতে নাকি বাংলাদেশিদের ‘অন্যায্য’ ভাবে মারধর করেছিল বিএসএফ। এই নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হয়।

পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ মহম্মদ শাকিল আলম এবং ভারতের পক্ষে ৩ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল অমিত শাহ উপস্থিত ছিলেন। জানা গিয়েছে, সীমান্তে বাংলাদেশি নাগরিক শামসুলকে দেখে বিএসএফ জওয়ানরা জিজ্ঞেস করেছিলেন, সেখানে সে কী করছে। এরপরে কথা কাটাকাটি শুরু হয়। অভিযোগ, অনুপ্রবেশকারী সন্দেহে শামসুলকে বন্দুকের বাট দিয়ে প্রহার করেন বিএসএফ জওয়ান। এতে নাকি শামসুলের হাতে গুরুতর চোট লাগে। পরে উত্তেজনা ছড়ায়। বাংলাদেশে দিক থেকে অনেকে ধারাল অস্ত্র নিয়ে সীমান্তে এসে জড়ো হয়। পরে পরিস্থিতি সামাল দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *