কলকাতায় নতুন বাসরুট – চালু হলো ২৬টি নতুন বাস

নিউজ ডেস্ক ::কলকাতা পেলো আরও একটি নতুন বাস রুট। শনিবার পরিবহনমন্ত্রী উদ্বোধন করলেন সেই নতুন বাস রুটের। শনিবার দুপুরে এই বাস রুটের উদ্বোধন করলেন মন্ত্রী পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ও ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লারা। বাসগুলি হাতিশালা থেকে যাবে কারিগরি ভবন, বিশ্ব বাংলা গেট, নিউটাউন বাস স্ট্যান্ড, সেক্টর ৫, করুণাময়ী, বিকাশ ভবন, সিটি সেন্টার ওয়ান, বিধান নগর স্টেশন, শ্যামবাজার হয়ে কলকাতা স্টেশন পর্যন্ত। আপাতত ১২ টি বাস দিয়ে পরিষেবা শুরু হল। ওই একই রুটে দীর্ঘদিন বাস চালাচ্ছে কে-ওয়ান বাস রুট কর্তৃপক্ষ। তবে বেসরকারি বাসের পাশাপাশি সরকারি বাসের ভাবনা আছে বলে জানান মন্ত্রী।

আমাদের স্মরণে আছে কিছুদিন আগেই নবান্নের সভায় পরিবহন মন্ত্রীর উপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। নবান্নের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহরের রাস্তায় কম বাস চলাচল নিয়ে ক্ষুব্ধ হয়েছিলেন। তারপরই দেখা যায় সল্টলেক সেক্টর-V সহ একাধিক জায়গায় রাস্তায় ঘুরে ঘুরে বাস চলাচল কেমন হচ্ছে তা পরিদর্শন করেন রাজ্যের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এই আবহের মধ্যেই এবার এল সুখবর। নতুন বাস রুটের উদ্বোধন হল শহরে। ভাঙড়ের হাতিশালা ইনফোসিস থেকে কলকাতা স্টেশন পর্যন্ত চলবে কেবি ২৪ রুটের ২৬ টি নতুন ঝকঝকে বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *