নিউজ ডেস্ক ::স্পষ্ট বোঝা যাচ্ছে যে কাজল শেখের নিশানায় অনুব্রত মন্ডল। কাজল বলতে চাইছেন, যতদিন অনুব্রত জেলবন্দি ছিলেন, ততদিন বীরভূমে কোনো অশান্তি ছিল না। সোমবার বোমাবাজির পর কঙ্কালীতলায় আলেফ শেখের বাড়ি পরিদর্শনে যান কাজল। নাম না করে অনুব্রত গোষ্ঠীকে নিশানা কাজল শেখের। তিনি বলেন, “বেশ কয়েকদিন ধরেই আলেফভাই বলছেন তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। যে কোনও মুহূর্তে প্রাণের সংশয় ঘটতে পারে। ওঁর আশঙ্কাই সত্যি হল। গত রাতে ঘটে গেল। ওঁর মেয়ে পড়াশোনা করছিল। বাড়ির পাশে বোমাবাজি।” এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পরে।
কাজল মনে করেন এর পিছনে বড়ো মাথার চক্রান্ত আছে। এরপর কাজল আরও বলেন, “দু’বছর আগে বীরভূমে বারুদের গন্ধ ছিল না। কোথাও বোমাবাজি-গুলি হয়নি। কেন হচ্ছে বলতে পারব না। পুলিশকে বলব এই ঘটনা বাঞ্ছনীয় না।” অর্থাৎ যে সময়ের কথা কাজল বলছেন, সেই সময় অনুব্রত তিহাড়ে ছিলেন। সবটা মিলিয়ে তৃণমূলের গোষ্ঠী কোন্দল আবার সামনে চলে আসছে।
