AC কেনার বিরাট সুযোগ – প্রচুর ছাড় দিচ্ছে জিওমার্ট

নিউজ ডেস্ক ::মাঘ মাস শেষ, ফাল্গুন শুরু। তার মানেই এবার গরম শুরু। এই মুহূর্তে যদি AC কিনে নিতে চান, তাহলে অবশ্যই JioMart-এ খোঁজ নিতে পারেন।
চাহিদা বাড়তেই একাধিক ই-কর্মাস ওয়েবসাইট এয়ার কন্ডিশনের উপর ছাড় দিতেও শুরু করেছে। এই তালিকায় আছে অ্যামজন, ফ্লিপকার্টের মতো সংস্থা। তবে এক্ষেত্রে অনেকটাই এগিয়ে আছে Reliance। Jio-র প্লাটফর্ম JioMart এসির উপর দারুণ অফার ঘোষণা করেছে। একেবারে অর্ধেক দামে (JioMart Selling AC In Half Price) কেনার সুযোগ। এসির উপর বিপুল ডিসকাউন্ট ঘোষণা।

রইল Big Offer-

  • Voltas 1.5 Ton 3 Star Split AC – Voltas 1.5 Ton 3 Star Split AC এর MRP রাখা হয়েছে – 64,990 টাকা। JioMart- এ এই এসির উপর 47% ডিসকাউন্ট ঘোষণা করা হয়েছে। ফলে 33,990 টাকা কেনার সুযোগ আছে। এছাড়াও এয়ার কন্ডিশনের উপর 10 শতাংশ ব্যাঙ্ক ডিসকাউন্ট মিলছে। যদি আপনার ব্যাঙ্ক অফ বরোদার কার্ড থাকে তাহলে 2,250 টাকা অফ পাওয়া যাবে। Voltas 1.5 Ton 3 Star Split AC-তে ১০০ শতাংশ কপার কয়েল দেওয়া হয়েছে। এছাড়াও আধুনিক প্রযুক্তি দেওয়া হয়েছে।
  • LG 1.5 Ton 3 Star Split AC
    LG 1.5 Ton 3 Star Split AC এর দাম পড়বে 78,990 টাকা। কিন্তু JioMart-এ 49% ডিসকাউন্ট দেওয়া হয়েছে। এর দাম পড়বে ৩৯ হাজার ৯৯০ টাকা। ব্যাঙ্ক অফ বরোদার কার্ডে ১০ শতাংশ ডিসকাউন্ট মিলতে পারে। এই কার্ড অফার আগামী ২১ অফার পর্যন্ত দেওয়া হয়েছে। LG এর এই এসি 3 স্টার রেটিং দেওয়া হয়েছে। আছে ডুয়েল ইনভার্টার কম্প্রেসর দেওয়া হয়েছে।
  • Bluestar 1.5 Ton 5 Star Split AC
    5 Star এসি কেনার ক্ষেত্রেও মিলবে ছাড়! JioMart এ Bluestar 1.5 Ton এসির উপরেও অফার আছে। ফলে অনেকটাই সস্তায় কিনতে পারা যাবে। জানা যাচ্ছে, 75,500 টাকার দেড় টনের এসি র উপর আছে 41 শতাংশ ডিসকাউন্ট। এর ফলে Bluestar 1.5 Ton 5 Star Split AC র দাম হবে 43,990 টাকা। গ্রাহকদের কথা ভেবে দারুণ EMI অপশন আছে। মাসে মাত্র 2070 টাকা দিয়ে কেনা যাবে এই এসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *