নিউজ ডেস্ক ::তিস্তার জল পর্যাপ্ত পাচ্ছে না বাংলাদেশ আবার বাংলাদেশ আত্রেয়ী নদীর জল দিচ্ছে না ভারত কে – এই বিতর্ক বহু দিনের। তা আবার নতুন করে শুরু করলো খালেদা পুত্র। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দাবি, তিস্তা নিয়ে ভারত অপ্রতিবেশীসুলভ আচরণ করছে। আর সেই কারনেই তিস্তাপারের লাখো মানুষ বন্যা ও খরায় দুর্বিষহ জীবন যাপন করছে। বাংলাদেশে মসনদে বিএনপি আসলে তিস্তা নিয়ে রাষ্ট্রসংঘের দ্বারস্থ হবেন বলেও হুঁশিয়ারি খালেদাপুত্রের। শুধু তাই নয়, ভারতের সঙ্গে অসম, অন্যায্য ও একতরফা সব চুক্তি পুনর্মূল্যায়ন বা পুনর্বিবেচনা করা হবে বলেও হুঁশিয়ারি।
উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই রাতারাতি বদলে গিয়েছে বাংলাদেশের রাজনীতি। মৌলবাদী-কট্টরপন্থিদের বাড়বাড়ন্ত মাথা চাড়া দিয়েছে। লাগাতার ভারত বিদ্বেষ। ইতিহাস ভুলে ভারতকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। এই অবস্থায় এবার তিস্তা নিয়ে হুঁশিয়ারি বিএনপি নেতার। তাঁর দাবি, তিস্তার দাবি অন্যায্য কিছু নয়। তারেক রহমানের কথায়, ”তিস্তাপারের লাখো মানুষ ন্যায্য পানির হিস্যা থেকে বঞ্চিত তা বিশ্বের সামনে তুলে ধরা হবে”। এজন্য লাগাতার আন্দোলনের ডাক। বলে রাখা প্রয়োজন, বাংলার উত্তরবঙ্গের উপর হয়ে বাংলাদেশে ঢুকেছে তিস্তা। বাংলাদেশের মসনদে হাসিনা থাকার সময়েও বহুবার কেন্দ্রের সঙ্গে তিস্তা নিয়ে কথা হয়েছে। কিন্ত্য বাস্তব কিছু হয়নি। এক্ষেত্রে বড় ভুমিকা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। যদিও পাল্টা বাংলাদেশের কারণে আত্রেইয়ী নদীর জল পাচ্ছে না বাংলা। সেখানে দাঁড়িয়ে এই বিষয়ে বহুবার দাবি জানানো হলেও কাজ হয়নি।
