নিউজ ডেস্ক ::একেই বলে ভাগ্য। অবশ্য তিন জনের মধ্যে বন্ধুত্ব নিবিড় ছিল। আর্থিক সংকট ছিল বলেই তিনজন শেয়ার করে একসঙ্গে লটারির টিকিট কেনেন। আর তাতেই ভাগ্য খুলে গেলো। এই তিন ফেইড়িওয়ালা সম্পর্কে আসলে মামা-ভাগ্না। তিনজনেই কোচবিহার জেলার তুফানগঞ্জ এলাকার বাসিন্দা। সম্পর্কে তিনজন মামা-ভাগ্নে। এদিন বিকেলে এই কোটিপতি হওয়ার খবর পাওয়ার পরেই তিনজনে খুশিতে হয়ে যান। তবে তিনজনেই নিরাপত্তার স্বার্থে তুফানগঞ্জ থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। স্থানীয় সূত্রে জানতে পারা গিয়েছে, গাজী রহমান, নজরুল আলি এবং রঞ্জন আলি। প্রায়শই লটারি কেনার নেশা ছিল তিনজনের। তবে এদিন একসঙ্গে এলাকার একটি দোকান থেকে লটারির টিকিট কেনেন তাঁরা। তারপর সন্ধ্যে নাগাদ তাঁরা জানতে পারেন তাঁদের কেনা টিকিটেই এসেছে ১ কোটি টাকার প্রথম পুরস্কার। তার পরেই উল্লাস ছড়িয়ে পরে ওদের পরিবারে।
প্রথমে বিশ্বাস করতে পারে নি। শেষে যেখান থেকে টিকিট কিনেছে সেখানে গিয়ে কনফার্ম হন। ততক্ষণে ভিড় জমে গেছে এলাকায়। ওরাও কাল বিলম্ব না করে সোজা উপস্থিত হয়েছে থানায়। টিকিট জয়ের বিষয়ে নজরুল আলি জানান, তিনজন যৌথভাবে ৩০০ টাকা দিয়ে একটি টিকিট কিনেছিলেন। এরপর দোকান থেকে তাঁদের ফোন করে বলা হয় তাঁদের টিকিটে ১ কোটি টাকা পুরস্কার উঠেছে। তাই দেরি না করে তুফানগঞ্জ থানায় চলে যান তাঁরা। এই টাকাটা তিনজনের মধ্যে সমান ভাগ করা হবে। এছাড়া কিছুটা টাকা ব্যবসার কাজেও লাগানো হবে। বর্তমানে তুফানগঞ্জ থানার পক্ষ থেকে তিন ফেরিওয়ালার সুরক্ষার বিষয়টি দেখা হচ্ছে।
