বারাকপুর মনিরামপুরে অত্যাধুনিক পলিক্লিনিক

নিউজ ডেস্ক ::কলকাতা সোসাইটি ফর কালচারাল হেরিটেজ(KSCH), বারাকপুর পৌরসভা ও ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের যৌথ উদ্যোগে বারাকপুর মনিরামপুরে জামিনী ভূষণ মেমোরিয়াল ম্যাটারনিটি অ্যান্ড জেনারেল হাসপাতাল ও মণিরামপুর পলিক্লিনিকে অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম দান করা হলো। এই প্রকল্পের মাধ্যমে হাসপাতালগুলিতে অত্যাধুনিক এক্স-রে মেশিন, ডিজিটাল রেডিওগ্রাফি প্যানেল, উন্নত হেমাটোলজি অ্যানালাইজার, হাই-এন্ড আল্ট্রাসাউন্ড মেশিন এবং আইসিইউ ভেন্টিলেটর স্থাপন করা হয়েছে। এগুলি রোগ নির্ণয় ও জরুরি পরিষেবা উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্বাভাবিক কারণেই এলাকার মানুষ খুবই উপকৃত হবেন এই অত্যাধুনিক পলিক্লিনিকে চিকিৎসা করাতে এসে।

বৃহস্পতিবার এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের মাননীয় সাংসদ পার্থ ভৌমিক ও বিধায়ক মঞ্জু বসু, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের এর ইস্ট জোনের এইচ.আর.এস. প্রধান শ্রী জন বস্কো জে এবং উত্তর ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান ও কেএসসিএইচ-এর ডিরেক্টর গুঞ্জন কর্মকার সহ এলাকার বহু বিশিষ্ট মানুষ। এই উদ্যোগের ফলে প্রায় ১.৬২ লক্ষ মানুষ উন্নত চিকিৎসার সুযোগ পাবেন। কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি-র আওতায় এমন উদ্যোগ চিকিৎসার ক্ষেত্রে পরিবর্তন আনতে চলেছে। কেএসসিএইচ এই প্রকল্পের দীর্ঘস্থায়ী সাফল্য নিশ্চিত করতে নিয়মিত নজরদারি করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *