নতুন ‘চুমু’ কান্ড নিয়ে শুরু হয়েছে চর্চা

নিউজ ডেস্ক ::’চুমু’ বিতর্ক থেকে মুক্তি পাচ্ছে না মুম্বাই। কিছুদিন আগেই সেলফি তোলার সময় অনুরাগীকে চুম্বন কাণ্ড বিতর্কে জড়িয়েছিলেন উদিত নারায়ণ। তবে এবার একেবারে অন্যরকম কাণ্ড। অনুরাগীর চুমুর চেষ্টায় যাচ্ছে তাই দশা পুনম পাণ্ডের। অনুরাগীদের ভিড়ে ঠাসা একেবারে মডেল-অভিনেত্রী। এক যুবক স্মার্টফোন হাতে তাঁর দিকে এগিয়ে আসেন। সেলফি তোলার আবদার করেন। তা মোটের উপর স্বাভাবিকই। এমন আবদার পুনমের কাছে নতুন নয়! এত দূর পর্যন্ত সব ঠিকই ছিল। তবে ওই অনুরাগী কিছু বুঝে ওঠার আগে পুনমের দিকে মুখ বাড়িয়ে এগিয়ে যান। চুম্বনের চেষ্টা করেন। মুহূর্তে বিষয়টা বুঝতে পেরেই পুনম সতর্ক হয়ে জান। তিনি সামলে নিতে পারেন বিষয়টা।

কেউ কেউ অবশ্য দাবি করছেন, পুনম স্রেফ প্রচারের জন্য এসব করেছেন। আবার কারও কারও দাবি, কোনও অনুরাগী আবেগে ভেসে তাঁকে চুমু দিতে যাননি। এসব পূর্ব পরিকল্পিত। বিতর্ক ব্যাপারটাকে একেবারে জলভাত বানিয়ে ফেলেছিলেন বলিউড অভিনেত্রী পুনম পাণ্ডে। লোকে তাঁর আদব-কায়দা নিয়ে নানা কথা বললেও, পুনমের কাছে তা স্বাধীনচেতা হওয়ার উদাহরণ। তাঁর এই বিন্দাস মেজাজ বহুবার তাঁকে বিপাকে ফেলেছে। এমনকী, গ্রেপ্তারও হতে হয়েছিল পুনম পাণ্ডেকে। ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপে বিসিসিআইকে চিঠি লিখে ভারত জিতলে নগ্ন হওয়ার প্রস্তাব দেন পুনম। যদিও বিসিসিআই সে প্রস্তাবে রাজি হয়নি। একের পর এক বিস্ফোরক কাণ্ড ঘটিয়েছেন পুনম। এবার অবশ্য ঘটনার পুরো সত্যতা এখনও পরিষ্কার হয় নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *