ভারতে প্রায় ২০০ বছর ব্রিটিশ শাসন থাকলেও একটি রাজ্যে কখনোই তারা ঢুকতে পারে নি

নিউজ ডেস্ক ::ভারতের ইতিহাসে ব্রিটিশ সাম্রাজ্যবাদীর নির্যাতনের ইতিহাস লেখা হয়ে রয়েছে। ভারতে প্রায় ২০০ বছরের বেশি সময় ধরে রাজত্ব ছিল ব্রিটিশদের। সেই পলাশীর যুদ্ধে স্বাধীন ভারতের যে সূর্য অস্ত গিয়েছিল তারপর থেকে ভারত থেকে বহু মূল্যবান সামগ্রী লুঠ করে নিয়ে গিয়েছে এই ব্রিটিশরা। ভারতীয় সভ্যতা এবং সংস্কৃতিকে ধ্বংস করতেও তাঁরা দুবার ভাবে নি। কিন্তু, এটা অনেককেই জানেন না ভারতের একটি রাজ্য ছিল যেখানে কোনওদিন ব্রিটিশ রাজত্ব ছিল না। আপনি কী জানেন? যদি সেটা না জানেন তবে তা জেনে নিন।

ভারতের একটি এমন রাজ্য ছিল যেখানে ব্রিটিশরা কোনওদিন তাঁদের রাজত্ব বিস্তার করতে পারেননি। এমনকি ২০০ বছর ধরে তাঁরা ভারতকে শাসন করলেও রাজ্যকে তাঁরা কিছুই করেনি। সেই রাজ্যের নাম হল গোয়া। এই রাজ্যকে ঘিরে রেখেছে আরব সাগর। সমুদ্র সৈকতের নাম মনে আসলেই যার নাম সবার আগে আসে সেটি হল গোয়া। তবে এটা প্রশ্ন থাকতে পারে গোয়াতে ব্রিটিশরা রাজত্ব করেনি কেন? এই জন্য আমাদের ফিরে যেতে হবে ইতিহাসের পাতায়। কারণ গোয়াতে পর্তুগিজরা প্রথম এসেছিল ১৪৯৮ সালে। পর্তুগিজ নাবিক ভাস্কো ডা গামা গোয়ার সমুদ্র সৈকতে এসে হাজির হন। গোয়া পর্তুগিজদের কাছে একটি বিশেষ বাণিজ্যকেন্দ্র হিসাবেও খ্যাতি লাভ করেছিল। গোটা ভারতে যখন ব্রিটিশরা রাজত্ব কায়েম করে রেখেছিল তখন তাঁরা একবারের জন্যও গোয়া দখলের চিন্তা করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *