টমেটো সস দেখলেই প্যানিক অ্যাটাক হয় তার

নিউজ ডেস্ক ::এমন কথা কখনো শোনেন নি আপনি। এমন কি ‘মর্টুসেকুসফোবিয়া’ নামে একটি রোগের কথাও আপনি শোনেন নি। কিন্তু এই পৃথিবীতেই এই রোগে ভোগেন এমন মানুষ আছেন। লাল টকটকে সস দেখেই হাড়হিম হয়ে যায় এক ব্রিটিশ তরুণীর। সসের বোতলের দিকে তাকাতে পারেন না তিনি। গলা শুকিয়ে আসে, গায়ে কাঁটা দেয়। মাঝে মাঝে তো এত ভয় লাগে যে জ্ঞান হারানোর জোগাড় হয়। লে উডম্যান নামে ওই তরুণী কানন, “আমি সসের বোতলের দিকেও তাকাতে পারি না। কারণ আমার প্যানিক অ্যাটাক হয়।” প্রথমে অনেকেই ভেবেছেন এটা তার নাটক। পরে বুঝেছেন এটা আসলে লের একটা অসুখ। লে আরও জানান, একবার সসের গন্ধে রীতিমত অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন। কোনওভাবে যদি রান্নাঘরের কোনও বাসনে এক ফোঁটা সসও পড়ে যায় লে সেগুলো সব বাড়ি থেকে ফেলে দেন। সেগুলো আর ব্যবহার করেন না। জানা গিয়েছে, ‘মর্টুসেকুসফোবিয়া’ নামে একটি রোগে আক্রান্ত লে। এতে টমেটো সসের লাল রঙ দেখে রক্ত মনে হয়। কবে কীভাবে, কবে থেকে ভীতি তৈরি হল তা লে জানেন না।

এই ব্রিটিশ তরুণী এই অসুখ নিয়ে খুবই বিড়ম্বিত। বিভিন্ন পরিবেশে গিয়ে উনি খুব অসুস্থ পর্যন্ত হয়ে পারেন। কোনওদিন হয়তো কোনও অনুষ্ঠানে গিয়েছেন। খাবারের সঙ্গে পরিবেশন করা হচ্ছে সস। ব্যাস ওই দেখে আত্মারাম খাঁচা হয়ে যায় লের। কান গরম হয়ে গিয়ে দর দর করে ঘামতে থাকেন। চিকিৎসকের বলেন, টমেটো সস দেখলেই ওর মনে রক্তের আতঙ্ক তৈরী হয়। নিয়মিত কাউন্সিলিং চলছে তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *