নিউজ ডেস্ক ::২০২৬ এর বিধানসভা ভোটের আগে সোশ্যাল মিডিয়ায় জোর তৃণমূলের । তাহলে কি আইপ্যাক এর ওপর ভরসা কমছে তৃণমূলের, অন্য সংস্থার ওপর ভরসা রাখছে নতুন করে সোশ্যাল মিডিয়ায়। পাল্টা কটাক্ষ বিজেপির।
লক্ষ্য ২০২৬, তাই আগেভাগেই একপ্রকার ভোটের রণকৌশল ঠিক করতে ময়দানে নেমে পড়েছে শাসক দল তৃণমূল।
হাবরা বিধানসভার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে রবিবার হাবরা হিজল পুকুর এলাকায় একটি অনুষ্ঠান গৃহে FAM নামে একটি সংস্থার সাথে জরুরী বৈঠক করেন।
এই সংস্থাটি শুধুমাত্র তৃণমূলের বিভিন্ন উন্নয়ন নিয়ে প্রচার করার কাজ করবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়।
হাবরা পৌরসভার ২৪টি ওয়ার্ডে কাজ করবে তারা,পাশাপাশি প্রত্যেকটি ওয়ার্ড থেকে পাঁচজন করে তৃণমূল কর্মী এই সংস্থার সাথে কাজ করবে।
অপপ্রচার রুখতে সোশ্যাল মিডিয়ায় জোর,পাশাপাশি 2026 এর বিধানসভা ভোটকে সামনে রেখে এক প্রকার ময়দানে নেমে পড়ল শাসক দল তৃণমূল।
পরবর্তীতে জেলার বিভিন্ন প্রান্তে এই সংস্থা কাজ করবে বলেও জানান হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক।
