বাবা রণজিৎ মল্লিকের ভয়ে কোয়েল ওর প্রেমের কথা বলতেই পারে নি

নিউজ ডেস্ক ::কলকাতার মল্লিক পরিবার বাংলা সিনেমার জগতে একটা বিশিষ্ট নাম। সেই পরিবারের সুনাম সর্বত্র। নেই টলিপাড়ার অন্যদের মতো গশিপ। স্বাভাবিক কারণেই সেই পরিবারের মেয়ে হিসাবে নিজের প্রেমের কথা বলেবাকি করে কোয়েল? এই নিয়ে কোয়েল পড়েছিল খুব সমস্যায়। টলিউডে পা রাখার পর একাধিক বার দেব ও জিতের সঙ্গে জুটি বেঁধে সকলে নজরের কেন্দ্রে এসেছিলেন অভিনেত্রী। তবে পর্দার কোনও হিরোকে ব্যক্তিগত জীবনে মনে ধরেনি কোয়েলের, বরং তিনি মন দিয়েছিলেন প্রযোজক রানেকে। ভেতর ভেতর বাড়তে থাকে সম্পর্ক। একে অন্যের প্রতি ভাল লাগা অনুভব করার পর থেকেই এগোতে থাকে তাঁদের গল্প। একাধিকবার সাক্ষাৎকারে কোয়েল মল্লিক জানিয়েছিলেন তাঁদের প্রথম ডেটিং রায়চক থেকে একসঙ্গে ফেরা। কিন্তু তারপর? সেটা বেশ জমাটি ইতিহাস।

সেই প্রেম কাহিনি পরিবারের কান পর্যন্ত পৌঁছিল কীভাবে? দীর্ঘদিন তাঁদের সম্পর্কে কথা গোপনেই থেকে গিয়েছিল। ধিরে ধিরে কানাঘুষো খবর যখন সকলের সামনে আসছিল, তখন একদিন খাবারের টেবিলে বসে সবটাই ফাঁস হয়ে যায় পরিবারের সামনে। বিষয়টা কীভাবে জানাবেন ভাবছিলেন কোয়েল মল্লিক। এমন সময় তাঁর বাবা রঞ্জিত মল্লিক নিজেই বলে বসেন রানে ছেলেটি বেশ ভাল। আর তাতেই এক গালে হেসে স্বস্তি পেয়েছিলেন কোয়েল মল্লিক। হয় এভাবেই শুরু তাঁদের প্রেম পর্ব সেখান থেকে বিয়ে এবং সন্তান সবটা মিলিয়ে বেশ ভাল আছে টলিউডের এই জুটি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *