আসছে ‘পাঠান -২’-তৈরী শাহরুখ

নিউজ ডেস্ক ::একটা বড়ো গ্যাপের পরে ‘পাঠান’ শাহরুখের একটা বড়ো টার্নিং পয়েন্ট। রুপোলি পর্দায় তাঁর কণ্ঠে ‘জিন্দা হ্যায়’ শুনে উচ্ছ্বাসে ফেটে পড়েছিল অন্ধকার হল! তখন থেকেই শুরু হয়েছে প্রতীক্ষা। কবে আসছে ‘পাঠান ২’? অবশেষে জানা গিয়েছে, চিত্রনাট্যের ‘ফাইনাল’ খসড়া তৈরি করে ফেলেছেন আদিত্য চোপড়া। আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের শুরুতেই ছবিটি ফ্লোরে যাওয়ার কথা। জানা যাচ্ছে, ২০২৩ সালের মাঝামাঝি সময় থেকেই ‘পাঠান ২’র চিত্রনাট্য নিয়ে কাজ করছিলেন আদিত্য চোপড়া। সেই হিসেবে দেড় বছরেরও বেশি সময় লাগল চিত্রনাট্য শেষ হতে। কেন এত দেরি? সূত্রের দাবি, সিকুয়েলটিকে নিছকই একটি সিকুয়েল মাত্র হিসেবে দেখতে চাননি যশ চোপড়ার পুত্র। তাঁর লক্ষ্যই যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সকে আরও রঙিন করে তোলা। প্রথমে শোনা গিয়েছিল যশরাজের স্পাই ইউনিভার্সে শাহরুখের প্রথম ছবির কাহিনি যিনি লিখেছিলেন, সেই আব্বাস দ্বিতীয় ছবির গল্পও লিখেছেন। কিন্তু পরে জানা যায়, আদিত্য চোপড়া নিজে কাজ করছেন ছবিটি নিয়ে। তিনি চান, প্রথম ছবিটিকেও টেক্কা দিতে।

পাঠান’-এর পরিচালনা করেছিলেন সিদ্ধার্থ আনন্দ। তিনি এই মুহূর্তে ব্যস্ত ‘কিং’ নিয়ে। এপ্রিল মাস নাগাদ সেই ছবির শুটিং শুরু হবে। তাহলে ‘পাঠান ২’-তে কে হবেন পরিচালক? আপাতত দুটি নাম সামনে রয়েছে। একজন ‘ব্রহ্মাস্ত্র’ পরিচালক অয়ন মুখোপাধ্যায়। ‘ওয়ার ২’ ছবিটি নাকি তিনি দারুণ পরিচালনা করেছেন। অন্যজন খোদ আদিত্য। তবে একেবারে নতুন কাউকে পরিচালনার দায়িত্ব দেওয়া হবে কিনা সেটা নিয়েও আলোচনা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *