কোথায় গেলেন ‘শত্রু’ সিনেমার সেই মাস্টার তাপু?

নিউজ ডেস্ক ::পুলিশ ও পুলিশ, পুলিশ। আজও বাঙালির মনের মণিকোঠায় উজ্জ্বল ‘শত্রু’ সিনেমার এই সংলাপ। কিন্তু যার মুখে ছিল সেই সংলাপ – সেই মাস্টার তাপু এখন কোথায়? খোঁজ নিলেন স্বয়ং চিরঞ্জিত। একসময় চিরঞ্জিত চক্রবর্তীর সঙ্গে কাজ করেছেন তিনি। টলি সুপারস্টার চিরঞ্জিত চক্রবর্তীর পরিচালনাতেও কাজ করেছেন মাস্টার তাপু। রঞ্জিত মল্লিক, ভিক্টর বন্দ্যোপাধ্যায়, তাপস পালের মতো তাবড় তাবড় অভিনেতাদের সঙ্গেও অভিনয় করেছিলেন তিনি। ওইটুকু বয়সে তার আধো বুলি মনে দাগ কেটেছিল দর্শকের। তবে আর দেখা যায়নি এই অভিনেতাকে। বর্তমানে টলিউডে আর অস্তিত্ব নেই মাস্টার তাপুর। তবে, তাঁর জনপ্রিয়তা এখনও শীর্ষে। কিন্তু তিনি কোথায় হারিয়ে গেলেন?

খবরে প্রকাশ,সেন্ট জেভিয়ার্সে পড়াতেন সুপারস্টার। জানা গিয়েছিল, ওই কলেজে মাস কমিউনিকেশন‌ পড়াতেন তিনি।‌ বর্তমানে বাইপাসের ধারে একাকী জীবনযাপন তাঁর। সংবাদমাধ্যম তাঁর সঙ্গে যোগাযোগ করলেও তিনি কারোর সঙ্গেই আর দেখা করতে চাননা বলে সাফ জানিয়ে দেন। মাস্টার তাপুর এই অবস্থার কথা টলিউড সুপারস্টার চিরঞ্জিত চক্রবর্তীকে জানানো হলে তিনি দুঃখপ্রকাশ করেন। অভিনেতা বলেন, তিনিও অনেক দিন ধরে তাপুর খোঁজ করেছেন। কিন্তু এতদিন পর তিনি অভিনেতার যে ছবি দেখলেন, তা দেখে প্রচণ্ড কষ্ট হচ্ছে তাঁর। অভিনেতা বলেন, তাপু ছিলেন সুপারস্টার। তিনি নাকি জন্মগত অভিনেতা। চিরঞ্জিত চক্রবর্তীর কথায়, ‘শত্রু’ সিনেমার পর সুপারস্টার হয়ে গিয়েছিলেন মাস্টার তাপু। সেই সুপারস্টার নামটাই হয়তো তাঁর কাছে এখন অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। ‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *