১ মার্চ থেকে আবার বাড়লো গ্যাসের দাম

নিউজ ডেস্ক ::বেশ কিছুদিন পরে আবার কিছুটা বাড়লো গ্যাসের দাম। আজ, ১ মার্চ থেকেই বেড়ে গেলো বাণিজ্যক গ্যাসের দাম। বাড়িতে ব্যবহার করা গ্যাসের দাম অবশ্য আপরিবর্তিত রয়েছে। আজ থেকে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের জন্য ব্যয় করতে হবে ১,৯১৩ টাকা। রেস্তোরাঁ, হোটেল-সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয় বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার। ফেব্রুয়ারিতে কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার পিছু দাম ছিল ১,৯০৭ টাকা। আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠানামার সঙ্গে সঙ্গেই দেশের বাজারেও পেট্রোলিয়াম পণ্যের দাম বাড়ে, কমে। তারই ভিত্তিতে প্রতি মাসের ১ তারিখ গ্যাসের দাম নির্ধারণ করা হয়।

গত বছরও একাধিকবার বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ানো হয়েছিল। নতুন বছরেও সেই ধারা অব্যাহত থাকায় কিছুটা চাপে ব্যবসায়ীরা। তবে রান্নার জন্য বাড়িতে যে এলপিজি গ্যাস ব্যবহার করা হয়, সেই ১৪.২ কেজির সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকছে। ১৪.২ কেজি গ্যাসের সিলিন্ডার প্রতি দাম ৮২৯ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *