ম্যানগ্রোভ রক্ষায় দোলে বার্তা দিলো স্কুল পড়ুয়ারা

নিউজ ডেস্ক ::দঃ ২৪ পরগনার অন্যতম দ্বীপভূমি মৌসুনি দ্বীপ – যা পর্যটনদের খুবই প্ৰিয়। কিন্তু প্রাকৃতিক ঝড়-ঝঞ্ঝার কেবল মাঝে মাঝেই পড়তে হয় এই দ্বীপভূমিকে। প্রতিবারই তাকে রক্ষা করে সেই ম্যানগ্রোভ আরণ্য। তাই সেই ম্যানগ্রোভ রক্ষার বার্তা নিয়ে দোলে মিছিলে পা মেলালো স্কুল পড়ুয়ারা। মৌসুনিতে রঙের ছোঁয়ায় রঙিন হয়ে উঠল ম্যানগ্রোভ উদ্ভিদ‌‌। দেওয়া হল পরিবেশ রক্ষার বার্তা। দোল উৎসবের অভিনব আয়োজন সাড়া ফেলে দিয়েছে এলাকায়। ভাঙন কবলিত এই দ্বীপ মাঝেমধ্যেই প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়ে। তখন ঢাল হয়ে দাঁড়ায় এই ম্যানগ্রোভ। আর সেজন্য খুশির দিনে সেই ম্যানগ্রোভকেও রাঙিয়ে দিতে পথে নামে মৌসুনি কোঅপারেটিভ হাইস্কুলের পড়ুয়ারা। শুধুমাত্র গাছের গায়ে রঙ দেওয়া নয়, এই অনুষ্ঠানের মাধ্যমে ম্যানগ্রোভ রক্ষার শপথ নেয় তারা।

এর আগেও ভাইফোঁটা, রাখিবন্ধন সহ ম্যানগ্রোভ গাছের সঙ্গে একাধিক সামাজিক অনুষ্ঠান করতে দেখা গিয়েছিল তাদের। স্কুলের ছাত্র-ছাত্রীরা ম্যানগ্রোভ সংরক্ষণ নিয়ে ছোট পদযাত্রাও করে। স্কুল পড়ুয়াদের নিজস্ব চিন্তা ভাবনার এই অভিনব অনুষ্ঠান দেখতে এদিন নদী সংলগ্ন গ্রাম ও আশপাশ এলাকার অসংখ্য মানুষ নদীর পাড়ে ভিড় করে ছিলেন। নদীর চরে ম্যানগ্রোভের প্রাচীর গড়া এবং রক্ষা করতে ছাত্র-ছাত্রীদের এই প্রয়াস অনুষ্ঠানকে একটি অন্যমাত্রা দিয়েছে। ম্যানগ্রোভ রক্ষার অভিনব এই প্রয়াস নজর কেড়েছে সকলের। এভাবেই স্কুল জীবন থেকে যদি তাদের পরিবেশ সচেতন করে তোলা যায়, তাহলে উপকার সবে সমস্ত মানব সমাজের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *