নিউজ ডেস্ক ::হোলি উৎসবে জগদ্দল মেঘনা মোড় এলাকায় ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর সঙ্গে হোলি খেলে রাতে বাড়ি ফেরার সময় অশোক সিং নামে এক বিজেপি কর্মী কে মারধর করে বলে অভিযোগ।ভাটপাড়া পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনীতা সিং এর ঘনিষ্ঠ কয়েকজন অশোক সিং কে মারধর করে বলে অভিযোগ। এই ঘটনায় জগদ্দল থানায় অভিযোগ দায়ের করা হলে দুই জনকে আটক করে পুলিশ। এই অশোক সিং ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর আত্মীয়। কেন তাদের বাড়িতে গিয়ে হোলি খেললো,সেকারণেই তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ ভাটপাড়া বিধায়ক পবন সিং এর।
