শেষ পর্যন্ত যুদ্ধ বিরতিতে রাজি পুতিন

নিউজ ডেস্ক ::যুদ্ধ উন্মত্ত পৃথিবীর কাছে এর থেকে শুভ সংবাদ আর হতে পাত্র না। শেষ পর্যন্ত রাশিয়া ও ইউক্রেন দু’পক্ষই যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে। আর এর এর প্রধান কৃতিত্ব অবশ্যই ট্রাম্পের। কিন্তু যুদ্ধ ধামাতে অক্লান্ত পরিশ্রম করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী মোদী। সেকথা ভুলে জান নি পুতিন। যুদ্ধ বিরতি নিয়ে প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা শোনা গেল তাঁর মুখে। পুতিনের কথায়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে অনেকটা সময় ব্যয় করেছেন মোদি-সহ অন্যান্য রাষ্ট্রনেতারা। সেকারণে তাঁদের ধন্যবাদ জানিয়েছেন পুতিন। বৃহস্পতিবার ক্রেমলিনে এক সাংবাদিক সম্মেলনে পুতিন বলেন, ”আমরা যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি আছি। কিন্তু আমাদের দেখতে হবে যেন যুদ্ধবিরতি দীর্ঘমেয়াদি শান্তির দিকে এগিয়ে নিয়ে যায়। এবং এই সংকটের মূল কারণগুলি দূর করতে পারে।” আশা করা যায়, এবার বিশ্ব জুড়ে ধীরে ধীরে শান্তি স্থাপিত হবে।

মধ্য প্রাচ্যের যুদ্ধও এই মুহূর্তে বন্ধ। যদিও ইরান কিন্তু যুদ্ধের হুঙ্কার দিয়ে চলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে সচেষ্ট হয়েছেন, সেই প্রচেষ্টার প্রশংসাও করেন রুশ প্রেসিডেন্ট। যদিও সেকথা বলেও তিনি মনে করিয়ে দিচ্ছেন, ”আইডিয়াটি সঠিক। এবং আমরা এটাকে সমর্থন করছি। কিন্তু কিছু ইস্যু নিয়ে আলোচনা করার প্রয়োজন রয়েছে। আমি মনে করি আমাদের মার্কিন সতীর্থের সঙ্গে এই নিয়ে কথা হবে।” শিগগির তিনি এই নিয়ে কথা বলতে ট্রাম্পকে ফোন করবেন বলেও জানান পুতিন। তারপরেই একঝাঁক রাষ্ট্রনেতার নাম উঠে আসে রুশ প্রেসিডেন্টের মুখে। পুতিন বলেন, “ইউক্রেন সমস্যা মেটানোর জন্য যেভাবে উদ্যোগ নিয়েছেন ট্রাম্প, তার জন্য আমরা কৃতজ্ঞ। এছাড়াও ভারতের প্রধানমন্ত্রী, চিনের চেয়ারম্যান, ব্রাজিলের প্রেসিডেন্ট, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *