নিউজ ডেস্ক ::শিশু কন্যাকে যৌন নিগ্রহের অভিযোগে অভিযুক্তের ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ জলপাইগুড়ির বিশেষ পকসো আদালতের। মঙ্গলবার এই রায় দিয়েছেন পকসো কোর্টের বিচারক রিন্টু সুর। এদিন এই তথ্য দিয়ে পকসো আদালতের সহকারী সরকারি আইনজীবী দেবাশীষ দত্ত বলেন, ঘটনাটি ঘটেছে ময়নাগুড়িতে গত ২০১৫ সালে। একটি অনুষ্ঠানে প্রতিবেশী যুবক ওই নাবালিকা মেয়েকে যৌন নিগ্রহ করে। শিশুটি পরিবারকে ঘটনাটি জানানোর পর অভিযুক্তের নামে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। এরপর অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু পরে সে জামিন পায়। এদিন ৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারক অভিযুক্তকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ডের নির্দেশ দেন। এর পাশাপাশি ভিকটিমকে ক্ষতিপূরণ বাবদ ৪ লক্ষ টাকা দিতে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথোরিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।
