নিউজ ডেস্ক ::এই মুহূর্তে বালুচিস্থান পাকিস্তানের কাছে একটা বড়ো সংকটে পরিণত হয়েছে। একদিকে ‘বালোচ লিবারেশন আর্মি’ (BLA), তো অন্যদিকে ‘তেহরিক ই তালিবান পাকিস্তান’ (TTP)। এই দুই সশস্ত্র সংগঠনের দাপটে নাকের জলে, চোখের জলে অবস্থা শাহবাজ শরিফ প্রশাসনের। বালোচিস্তানে ট্রেন অপহরণের পর গত ৪৮ ঘণ্টায় নতুন করে আরও ৫৭টি হামলা চলেছে পাকভূমে। এই হামলায় মৃত্যু হয়েছে শতাধিক পাক সেনার। অনেকটাই দিশেহারা পাকিস্তান সেনা।
পাকিস্তান সরকারের দাবি অনুযায়ী, বালোচিস্তানে জাফার এক্সপ্রেস অপহরণের পর গত দুদিনে জঙ্গি হামলায় ১৬ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি আহত হয়েছেন ৪৬ জন। তবে বালোচ বিদ্রোহী ও টিটিপির দাবি অনুযায়ী, মৃতের সংখ্যা ১০০ পেরিয়ে গিয়েছে। এই দুদিনে দেশের বিভিন্ন জায়গায় স্নাইপার অ্যাটাক, গ্রেনেড অ্যাটাক ও আইইডি বিস্ফোরণে ঘটেছে। গত রবিবার কোয়াটা থেকে তাফতান যাওয়ার সময় সেনার বাসে হামলা চলে। পাক সেনার দাবি এই হামলার ৭ জওয়ানের মৃত্যু ও ২১ জন আহত হন। যদিও বালোচ বিদ্রোহীদের দাবি, এই হামলায় ৯০ পাক সৈনিকের মৃত্যু হয়েছে। হামলার দায় নিয়েছে বিএলএ। ঘটনার ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে।
