সুকান্ত না দিলীপ – কে হতে চলেছেন রাজ্য সভাপতি?

নিউজ ডেস্ক ::দলের মধ্যে কান পাতলে শোনা যায়, দিলীপ ঘোষের জায়গা পরিবর্তন করে তাকে দলই হারিয়ে দিয়েছে। সে যাই হোক, এখন কিছু দিনের মধ্যেই নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা করতে চলেছে কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তু কার নাম? কলকাতায় এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। বিজেপি রাজ্য সভাপতি পদে কি থেকে যাচ্ছেন সুকান্ত মজুমদার? রাজ্য সভাপতি পদে বদলের সম্ভাবনা নিয়ে জল্পনা ছড়ালেও আগামী বছর বিধানসভা নির্বাচন পর্যন্ত বালুরঘাটের সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রীর উপরেই সম্ভবত আস্থা রাখতে চলেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব৷ দিল্লিতে বিজেপির অন্দরমহল সূত্রে খবর সেরকমই৷ তবে কেউ কেউ বলছেন, আবার দিলীপ ঘোষের আসার সম্ভাবনা আছে।

এরই মধ্যে সবাইকে চমকে দিয়ে দিল্লিতে সুকান্তর বাড়িতে শুভেন্দু মিটিং করলেন সোমবার। সূত্রের খবর, সুকান্তই যে রাজ্য সভাপতি পদে থাকছেন এই বৈঠক তারই ইঙ্গিত ছিল৷ কলকাতায় কেন্দ্রীয় নেতা সুনীল বনসল, অমিত মালব্যদের সঙ্গে বৈঠকের পরেই দিল্লিতে দলীয় সাংসদদের উপস্থিতিতে রাজ‍্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে নিজের বাসভবনে সুকান্ত মজুমদারের বৈঠকের পরই এই জল্পনা তুঙ্গে। যদিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৈঠকের শেষে দাবি করেছেন, এ দিনের বৈঠক পূর্ব নির্ধারিতই ছিল৷ এই বৈঠকে রাজ্য সভাপতি অথবা জেলা সভাপতি নির্বাচন নিয়ে কোনও আলোচনাই হয়নি৷ তবে রাজনীতির অনেক কথা যে হয়েছে তা কিন্তু জানিয়েছেন দুই নেতাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *