নিউজ ডেস্ক ::এমনিতেই আলু চাষের জন্য হুগলী খুবই বিখ্যাত। এখানে প্রচুর আলু উৎপাদন হয়। মাঠের আলু তোলার শেষ কাজ চলেছে। অন্যান্য বারের থেকে এবছরে হুগলি জেলায় আলুর ফলন ভালই হয়েছে বলে মত চাষিদের। একে দাম নেই তার উপরে মরার উপর খাড়ার ঘা। হুগলির বৈঁচিগ্রামের উত্তরপাড়ায় জমিতে আলু তুলতে গিয়ে চাষিরা দেখেন অদ্ভুত আকৃতির সব আলুর ফলন হয়েছে। গোল আলুর পরিবর্তে আলুর ফলন হয়েছে লম্বাটে আদার মত। ফাটা আলুও দেখা যাচ্ছে। আর তাতেই মাথায় হাত পড়েছে ওই এলাকার বেশ কয়েকজন চাষির। যার ফলে উৎপাদিত আলু বিক্রি করতে পারবেন না বলেই জানাচ্ছেন চাষিরা। এমনকি এই আলু খেতেও ভাল না। অনেকেই অন্যের জমি ভাগে চাষ করেছেন, আলু তুলতে গিয়ে দেখেন এই ধরনের অদ্ভুত আকৃতির আলুর ফলন হয়েছে জমিতে।
সূত্রের খবর, এ বার চাষ করতে অনেক টাকা খরচ হয়েছে। বিঘে প্রতি ৩০ হাজার বেশি খরচ হয়েছে। আলু বিক্রি না হলে তাই কীভাবে টাকা উঠবে বুঝে উঠতে পারছেন না। আরামবাগের কিছু এলাকায় এমন ফলন হয়েছিল। ঝুমা কিসকু নামে এক ভাগচাষি বলেন, “পাঞ্জাবের আলুবিজ কিনে চাষ করেছিলাম। আলু তোলার সময় গিয়ে দেখি জমির বেশিরভাগ আলু লম্বা আকৃতির হয়েছে। আবার অল্প গোল আলু হয়েছে। ভাগ চাষ করেছিলাম কীভাবে আলু দেব বা কীভাবে খরচা উঠবে তাই বুঝতে পারছিনা। তবে আমাদের অনুমান আলুর বীজে কোনো সমস্যা ছিল। যার কারণে এরকম ফলন হয়েছে।”
