নিউজ ডেস্ক ::পবিত্র রমজান মাস চলেছে। সামনেই খুশির ঈদ। এই অবস্থায় বিভিন্ন জায়গায় চলেছে ইফতার পার্টি। এদিকে সামনেই বিধানসভা নির্বাচন। স্বাভাবিক কারণেই রাজনৈতিক প্রচারে চলে এসেছে ইফতার পার্টি। এই পরিস্থিতিতেই দিল্লিতে তৃণমূলের জায়েন্ট কিলার সাংসদ ইউসুফ পাঠান বৃহস্পতিবার দিয়েছিলেন ইফতার পার্টি। এদিনের ইফতার পার্টিতে বসল চাঁদের হাট। অখিলেশ যাদব থেকে লালু প্রসাদের মেয়ে, বাদ গেলেন না কেউই। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লিতে আর এক প্রাক্তন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার তথা তৃণমূল সাংসদ কীর্তি আজাদের বাসভবনে ইফতারের আয়োজন করেছিলেন ইউসুফ। সেই ইফতারে যোগ দিলেন ইন্ডিয়া জোট শরিক সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব, লালু প্রসাদ যাদবের কন্যা আরজেডির মিসা ভারতী থেকে শুরু করে কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরি, ইমরান প্রতাপ গড়িও। ছিলেন কংগ্রেস, সমাজবাদী পার্টি, আরজেডি, বিজেডি-সহ বিরোধী শিবিরের একাধিক সাংসদ, নেতা।
এছাড়াও ছিলেন তৃণমূলের মহুয়া মৈত্র থেকে সৌগত রায়দের। মৈথিলী ব্রাহ্মণ কীর্তির আঙিনায় বসেই এদিন রোজা ভাঙেন ইউসুফ-সহ বাকি সকলে। সন্ধ্যার নামাজও হয় ওই উঠোনেই। উৎসবের আবহে এই ইফতার পার্টি নিয়ে এখন জোর চর্চা দিল্লি থেকে বঙ্গ রাজনীতির আঙিনায়। সব মিলিয়ে প্রচুর মানুষের ভিড় ছিল সেই অনুষ্ঠানে।
