নিউজ ডেস্ক ::এই মুহূর্তে পাটশিল্প নেই বললেই চলে। এই সময় অত্যাধুনিক পদ্ধতিতে পুকুর ও জলশয়ের কচুরিপানা থেকে তন্তু বের করে নতুন শিল্প চালু হয়েছে। রাজ্য সরকারের উদ্যোগে কচুরিপানা দিয়ে হস্তশিল্প সামগ্রী তৈরির প্রশিক্ষণ প্রদান পূর্ব বর্ধমানে। প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়েছেন এলাকার বেশ কিছু মহিলা। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী এক ব্লকের সমুদ্রগড় পঞ্চায়েতের অন্তর্গত তুলসীডাঙ্গা এলাকায় চলছে এই প্রশিক্ষণ শিবিরটি। কচুরিপানা থেকে হস্তশিল্প সামগ্রী তৈরির ওপর মহিলাদের প্রশিক্ষণ প্রদান করা হবে এই শিবিরে। খালবিল ওয়েলফেয়ার সোসাইটির তরফে আয়োজিত এই কর্মশালায় এলাকার ২০ জন মহিলাকে হস্তশিল্প তৈরির কৌশল শেখানো হচ্ছে। এর ফলে তারা তো সনির্ভর হবেই, ভবিষ্যতে এই কাজে আরও অনেক মহিলা যুক্ত হতে পারবে।
এই আধুনিক প্রযুক্তি অনেক মহিলাকে আত্মনির্ভর করবে।এই হস্তশিল্প সামগ্রী তৈরি করেই ভবিষ্যতে স্বনির্ভর হওয়ার চেষ্টা করবেন মহিলারা। এই প্রসঙ্গে প্রশিক্ষক রাজু বাগ বলেন, এই জিনিসের বাজারে ভাল চাহিদা রয়েছে। মহিলারা ভাল করে কাজ শিখে স্বনির্ভর হতে পারবেন। বিভিন্ন জিনিস তৈরির জন্য মহিলাদের নির্দিষ্ট নির্ধারিত মূল্য প্রদান করা হবে। কর্মশালার জন্য প্রয়োজনীয় কচুরিপানা সংগ্রহ করা হচ্ছে স্থানীয় বাঁশদহ বিল থেকে। কচুরিপানাগুলি সংগ্রহ করার পর, তা শুকিয়ে ও প্রসেস করে হস্তশিল্প সামগ্রী তৈরির উপযুক্ত করা হচ্ছে। প্রশিক্ষণ শিবিরে মহিলাদের কচুরিপানা ব্যবহার করে বিভিন্ন ধরনের হস্তশিল্প সামগ্রী তৈরির পদ্ধতি শেখানো হচ্ছে, যা ভবিষ্যতে তাদের আয়ের পথ সুগম করবে বলে মত আয়োজকদের।
