নিউজ ডেস্ক ::সকালের দিকে বেশ ঠান্ডার অনুভূতি। একটা মেঘলা পরিবেশ। হঠাৎ আসা গরমটা আপাতত নেই।
এই অবস্থায় রবিবার আবহাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২৪ মার্চ পর্যন্ত চলবে বৃষ্টিপাত। আজ দক্ষিণবঙ্গের কলকাতা (Kolkata), হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা।
বৃষ্টির পাশাপাশি আজ জেলায় জেলায় দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আজ দক্ষিণের সব জেলায় ঝড় এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির কারণে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় রাজ্যে দিনের তাপমাত্রা আরও ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। তারপর তাপমাত্রা বাড়বে। আগামী সপ্তাহে এক ধাক্কায় ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে তাপমাত্রা। সোমবার থেকে আর সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।
অন্যদিকে উত্তরবঙ্গেও (North Bengal Weather) আজও বৃষ্টির সম্ভাবনা। উত্তরের সব জেলাতেই কম-বেশি বৃষ্টি হতে পারে আজ। ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে কিছু জেলায়।বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সতর্কতা জারি রয়েছে।
