নিকাশি ব্যবস্থা আমুল সংস্কারে হাত দিলো শ্রীরামপুর পৌরসভা

নিউজ ডেস্ক ::শ্রীরামপুর পৌরসভার একটা অন্যতম সমস্যা নিকাশি ব্যবস্থা। বর্ষা শুরু হলেই মানুষ জমা জলে সন্ত্রস্ত হয়ে পড়ে। এবার সেই সমস্যা সমাধানে মস্টার প্ল্যান শ্রীরামপুর পৌরসভার। বর্ষার আগেই জমা জলের মোকাবিলায় নিকাশি নালা ও স্যুয়ারেজ সিস্টেমের খোলনলচে বদলে উদ্যোগী হলো শ্রীরামপুর পুরসভা। কেএমডি–র সহযোগিতায় শ্রীরামপুর পুরসভার ২৯টি ওয়ার্ডের ২৭টি গুরুত্বপূর্ণ স্থানে নিকাশি নালা ও স্যুয়ারেজ সিস্টেম পরিষ্কার করা নিয়ে বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের পুরপ্রধান গিরিধারী শাহ, চেয়ারম্যান ইন কাউন্সিল (স্যুয়ারেজ) সন্তোষকুমার সিং ও কেএমডিএ–র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা।পুরসভা সূত্রে জানা গিয়েছে, অনেক বছর পরে নিকাশি নালা পরিষ্কারের কাজ আধুনিক প্রযুক্তির মাধ্যমে করা হচ্ছে। পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের প্রভাসনগর, হিন্দি স্কুল, নয়া বস্তি সংলগ্ন এলাকায় নিকাশির কাজ শুরু হয়েছে।

জেটিং যন্ত্রের মাধ্যমে প্রথমে নর্দমায় জমে থাকা আবর্জনা, প্লাস্টিক ও ডাবের খোলা খুঁজে নিষ্কাশনের মাধ্যমে নর্দমাগুলি পরিষ্কার করা হবে। ফলে, নর্দমাগুলিতে জল জমার সম্ভাবনা কমবে। বর্ষার সময়ে রাস্তাঘাট ও বাড়িঘর জলমগ্ন হওয়ার আশঙ্কাও কমবে। ২৯ নম্বর ওয়ার্ডের পরে শ্রীরামপুর চাতরা, মাহেশের নেহরু নগর কলোনি, জান্নগর রোড, রাইল্যান্ড রোড, আশুতোষ চ্যাটার্জি লেন, শ্রীরামপুর ওয়ালশ হাসপাতাল চত্বর, নিউ মাহেশ, মল্লিক পাড়া, নেতাজি সুভাষ অ্যাভিনিউর মতো গুরুত্বপূর্ণ রাস্তার নালা–নর্দমা পরিষ্কার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *