রাজ্যের মধ্যে প্রথম স্মার্ট OPD হতে চলেছে নৈহাটিতে

নিউজ ডেস্ক ::স্মার্ট OPD তে যেমন অসুস্থ মানুষ চিকিৎসকের কাছে এসে চিকিৎসা করাতে পারবেন, তেমনই বাড়িতে বসেও অন লাইন চিকিৎসা করাতে পারবেন। নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে হচ্ছে রাজ্যের প্রথম স্মার্ট ওপিডি! ইতিমধ্যেই অত্যাধুনিক এই স্মার্ট ওপিডি তৈরীর বিল্ডিংয়ের শিলান্যাস করছেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। উপনির্বাচনের পর নৈহাটির বড়মার মন্দিরে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন অত্যাধুনিক এই স্মার্ট ওপিডি তৈরির। সেইমত এদিন সাংসদ, নৈহাটি বিধায়ক সনৎ দে, নৈহাটি পৌরসভার প্রধান অশোক চট্টোপাধ্যায়, জেলার স্বাস্থ্য আধিকারিক ডক্টর সমুদ্র সেনগুপ্ত সহ একাধিক ব্যক্তিদের উপস্থিতিতে শুরু হল নির্মাণ কাজ। আশা করা হচ্ছে খুব দ্রুত এই কাজ শেষ হয়ে স্মার্ট OPD চালু হয়ে যাবে।

এই স্মার্ট ওপিডির ফলে উন্নত চিকিৎসা পরিষেবার পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা রোগীরাও উপকৃত হবেন। রাজ্যের মধ্যে এটিই প্রথম স্মার্ট ওপিডি, যা একটি মডেল হিসেবে তৈরি করা হচ্ছে। পরবর্তীতে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল সহ অন্যান্য সরকারি হাসপাতালেও এই একই ধরনের ওপিডি নির্মাণের পরিকল্পনা রয়েছে রাজ্যস্বাস্থ্য দপ্তরের। নৈহাটি হাসপাতালের বর্তমান বেহাল দশা নিয়েও উচ্চপর্যায়ে আলোচনা চলছে, যাতে ভবিষ্যতে আরও উন্নত পরিষেবা প্রদান করা যায়। বিস্তীর্ণ এলাকার মানুষের চিকিৎসা পরিষেবার ভরসা এই হাসপাতালই। তিনটি ধাপে স্মার্ট ওপিডি নির্মাণের কাজ সম্পন্ন হবে। এই উদ্যোগের ফলে এলাকার কয়েক হাজার মানুষ অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পাবেন বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *