কমপেনশানেট গ্রাউন্ডে পরিবারের কারোর চাকরি পাওয়া নিয়ে ঐতিহাসিক রায় কলকাতা হাইকোর্টের

নিউজ ডেস্ক ::’কমপেনশানেট গ্রাউন্ড’ বলতে বোঝানো হয়, কর্মরত অবস্থায় কোনো সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর পরিবারের অন্য একজনকে চাকরি দেওয়া। এই নিয়েই কলকাতা হাই কোর্টে একটি মামলা চলছিল। বাবা ছিলেন হাইস্কুল কর্মী। কর্মরত অবস্থায় তাঁর মৃত্যুর কারণে কমপেশনেট অ্যাপমেন্টের আবেদন জানিয়েছিলেন ছেলে মনিকুল হোসেন। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় স্কুল সার্ভিস কমিশন। কমিশন যুক্তি দেয়, ওই স্কুল কর্মী জন্ম তারিখ ২ জানুয়ারি ১৯৬১। তিনি ২০২১ সালের ১ জানুয়ারি মারা যান। ফলে তাঁর ৬০ বছর বয়স পূর্ণ হয়েছিল। সে কারণে পরিবারের কেউ কমপেনশানেট অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার যোগ্য নন। কিন্তু সার্ভিস কমিশনের এই রায় মানেন নি আদালত।

স্কুল সার্ভিস কমিশনের দেখান এই কারণকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন মনিকুল। বিচারপতি সৌগত ভট্টাচার্যর সিঙ্গল বেঞ্চে মামলাকারীর আইনজীবী দাবি করেন, তাঁর মক্কেলের বাবার জন্ম তারিখ ২ জানুয়ারি ১৯৬১। তিনি মারা গিয়েছিলেন ১ জানুয়ারি ১৯২১ তারিখে। ফলে কোনওভাবেই তিনি ৬০ বছর পূর্ণ করেননি। ৬০ বছর হতে তাঁর একদিন বাকি ছিল। স্বাভাবিকভাবেই এক্ষেত্রে তাঁর মক্কেল কমপেশনেট অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার যোগ্য বলে বিবেচিত হওয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *