ব্যাঙ্কিং অবস্থা নিয়ে ক্ষোভ

নিউজ ডেস্ক ::ক্রমবর্ধমান জালিয়াতি, উচ্চ সুদে ঋণ এবং আমানতকারীদের দুর্বল আর্থিক সুরক্ষার কারণে ব্যাঙ্কিং ব্যবস্থার উপরে দেশবাসী আস্থা হারাচ্ছেন বলে দাবি করেছেন আম আদমি পার্টির রাজ্যসভা সাংসদ রাঘব চড্ডা। রাজ্যসভার ব্যাঙ্কিং আইন সংশোধন বিল নিয়ে আলোচনার সময়ে তিনি দাবি করেন, আইনের কেবলমাত্র পদ্ধতিগত সংশোধন হচ্ছে। এতে নাগরিকদের সমস্যার সমাধান হবে না। তাঁর দাবি, গৃহঋণে সুদের হার ৮.৫ থেকে ৯ শতাংশ। সেখানে শিক্ষা সংক্রান্ত ঋণে সুদের হার ৮.৫ থেকে ১৩ শতাংশ। এরফলে শিক্ষার্থীরা উপার্জন শুরু করার আগেই ঋণের জালে আটকে পড়ছে বলে মন্তব্য করেন তিনি। রাঘবের মন্তব্য নিয়ে পাল্টা কটাক্ষ করেছেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তাঁর দাবি, রাঘবের ব্যাঙ্কের বাইরের পরিকাঠামো বদল ছাড়া কিছুই দেখেননি বরং তিনি আন্তর্জাতিক বিষয় নিয়ে বেশি ব্যস্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *