বরুণকে বিরাট সার্টিফিকেট দিলেন মঈন

নিউজ ডেস্ক ::সুনীল নারিন খেলতে না পারায় বুধবার রাজস্থান রয়্যালস দলের বিরুদ্ধে নাইটদের প্রথম একাদশে সুযোগ পান মঈন আলি। বল হাতে নারিনের অভাব পূরণ করে দিয়েছেন ইংল্যান্ডের এই স্পিনার। দুটি উইকেট নিয়েছেন।তবে ওপেন করতে নেমে সফল হননি। কিন্তু ম্য়াচ শেষে মঈনের মুখে শুধুই দলের কথা। বরুণ চক্রবর্তী এবং ডি ককের প্রশংসা করলেন মঈন।

রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে বরুণ চার ওভার বল করে ১৭ রান খরচ করে দুটি উইকেট নেন। তাঁর বোলিং কার্যকরী ভূমিকা নিয়েছে নাইটদের জয়ের। বরুণের মতোই, হর্ষিত রানা, বৈভব অরোরাদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সৌজন্যে রাজস্থান রয়্যালস দল আটকে গেল অল্প রানেই। ২০ ওভার রাজস্থান দল ৯ উইকেটে ১৫১ রান তুলতে সক্ষম হয়েছিল রাজস্থান রয়্যালস দল। ফলে জয় পেতে অসুবিধা হয়নি নাইটদের।

কেকেআরের জয়ের নায়ক অবশ্য ডি কক। ৬১ বলে ৯৭ রানে অপারজিত থাকলেন প্রোটিয়া তারকা। কেকেআরের জার্সিতে প্রথমবার অর্ধশতরান করলেন ডি কক। একটু জন্য শতরান করতে পারেলন না। তবে ম্যাচের সেরা হলেন।

ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে মঈন আলি সতীর্থ বরুণ সম্পর্কে বলেন, আমি এমন একজনের সঙ্গে বোলিং করতে অভ্যস্ত যে আমার চেয়ে ভালো এবং রহস্যময়। আমার কাজ ছিল যতটা সম্ভব শক্তভাবে বোলিং করা, প্রতিপক্ষ দলের ব্যাটারদের উপর চাপ তৈরি করা। আমি চাপ সৃষ্টি করলেই বরুণ উইকেট পাবে সেটাই ছিল আমার লক্ষ্য। আমি জানি যে বরুণ কত ভালো একজন বোলার। সে দুরন্ত বোলিং করেছে। সে একজন অসাধারণ বোলার হয়ে উঠেছে, গত দুই-তিন বছরে যেভাবে উন্নতি করেছে তা অত্যন্ত প্রশংসনীয়। এরকম একজনের সঙ্গে বোলিং করাটা সত্যিই অসাধারণ।

পাশাপাশি ডি কক সম্পর্কে মঈন বলেছেন, এটা অসাধারণ ক্রিকেটার, ডি কক একজন অভিজ্ঞ খেলোয়াড়। সে অনেক দিন ধরেই খেলছে। ডি কক একজন দুর্দান্ত খেলোয়াড়, বিশ্বের সেরাদের মধ্যে একজন, অনেক দিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে। অভিজ্ঞতা সত্যিই একটা বড় ভূমিকা পালন করে। এই ম্যাচে ডি কক যে ইনিংস খেলেছেন তা এক কথায় অসাধারণ। আশা করি, কেকেআরের হয়ে আগামী দিনেও সে অনেক রান করবে।

আরসিবির বিরুদ্ধে হারের পর দ্বিতীয় ম্যাচেই জয়ের সরণিতে ফিরেছে কেকেআর। ম্যাচ জয়ের পর টিম হোটেলে হল জমজমায় সেলিব্রেশন। কেক কাটলেন ডি কক। কেক নিয়ে মাখামাখিও হল। বৃহস্পতিবারই মুম্বই যাবে নাইটরা। আগামী ৩১ মার্চ নাইটদের পরের ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *