নিউজ ডেস্ক ::বিজেপির এসপি অফিস অভিযান ঘিরে প্রস্তুতি তুঙ্গে বারুইপুরে। গত ১৯-শে মার্চ, বারুইপুরে বিজেপির কর্মসূচি ঘিরে গন্ডগোল বেঁধেছিল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়কদের গাড়িতে হামলার অভিযোগ ওঠে। এরই প্রতিবাদে পুলিশ সুপারের দফতর অভিযানের ডাক দেয় বিজেপি। প্রাথমিকভাবে পুলিশ এই অভিযানের অনুমতি দেয়নি। পরে শর্তসাপেক্ষে অনুমতি দেয় আদালত। আজ বৃহস্পতিবার দুপুর ২ টোয়, এই অভিযান শুরু হওয়ার কথা। তার আগে থেকেই সুপারের অফিস কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়ো হতে শুরু করেছেন প্রচুর বিজেপি কর্মী সমর্থক। ইতিমধ্যেই মঞ্চ বাঁধা হয়েছে এসপি অফিসের কাছে।
