নিউজ ডেস্ক ::নবম শ্রেণির দুই পড়ুয়াকে যৌন হেনস্থার অভিযোগ ঘিরে বুধবার রাতে উত্তেজনা ছড়ায় হাওড়ায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাওড়ার বাসিন্দা এক অঙ্কন-শিক্ষক এবং তার এক বন্ধু ওই দুই পড়ুয়াকে মাদক মেশানো ঠান্ডা পানীয় খাইয়ে যৌন হেনস্থার চেষ্টা করে বলে অভিযোগ। গত রবিবার ঘটনাটি ঘটলেও দুই পড়ুয়া প্রথমে বাড়িতে কিছু জানায়নি। শেষে দুই পরিবারের লোকজন সব জানতে পারার পরে বুধবার রাতে লিলুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। দুই ছাত্রীর পরিবারের অভিযোগ, ওই ঘটনা ঘটার পরে তারা আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিল। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত অঙ্কন-শিক্ষকের বিরুদ্ধে আগেও একই ধরনের অভিযোগ উঠেছিল। কিন্তু শিক্ষকের বাবা শাসকদলের প্রভাবশালী নেতা হওয়ায় ওই শিক্ষকের বিরুদ্ধে মুখ খোলার সাহস করতেন না কোনও ছাত্রী। রবিবার এই ঘটনা ঘটার পরে অভিযুক্ত অঙ্কন-শিক্ষক ও তার বন্ধু পলাতক। পুলিশ তাদের খোঁজ শুরু করেছে।
