নিউজ ডেস্ক ::জগদ্দলের বেতাজ বাদশা অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজি ও এক তৃণমূল নেতা আহত হওয়াকে কেন্দ্র করে ২দিন ধরে উত্তপ্ত জগদ্দল। বৃহস্পতিবার অর্জুনকে থানায় তলব করলে ব্যক্তিগত ব্যস্ততার কারণ দেখিয়ে তিনি তা এড়িয়ে যান। এর পড়ে বিকেলে পুলিশ অর্জুনের বাড়িয়ে গিয়ে জিজ্ঞসাবাদ করেন। পড়ে শুক্রবার আবার তাঁকে থানায় ডেকে পাঠান।
গতকালের জিজ্ঞাসাবাদের পর আজ আবার বিজেপি নেতাকে তলব করল জগদ্দল থানা। পুলিশ সূত্রে খবর, দুপুর দু’টো নাগাদ প্রাক্তন সাংসদকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ। এর আগের তলবটা ‘দলের কাজ রয়েছে’ বলে এড়িয়ে গিয়েছিলেন অর্জুন। তার পরিণামও অবশ্য তিনি দেখেছেন। পুলিশবাহিনী নিয়ে বাড়িতে এসে হাজির হয়েছিলেন থানার ওসি মধুসূদন মণ্ডল।
