নিউজ ডেস্ক ::মঙ্গলবার আইপিএলের বড়ো ম্যাচ। দর্শকরা তাকিয়ে সেই দিকে। কিন্তু আবহাওয়া অফিসের বার্তা অনুযায়ী ওই খেলায় ভিলেন কি হতে পারে বৃষ্টি? মঙ্গলবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হচ্ছে কেকেআর। শেষ ম্যাচে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। জয়ের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্য নিয়ে মঙ্গলবার ঘরের মাঠে সঞ্জীব গোয়েঙ্কার দলের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর। এই ম্যাচ কার্যত বঙ্গভঙ্গের শামিল। কারণ কলকাতার দলের বিরুদ্ধে খেলতে নামছে কলকাতারই শিল্পপতির দল। বিগত কয়েক মরশুম ধরেই এই ম্যাচকে ঘিরে একটা আলাদা উন্মাদনা তৈরি হয়েছে। কারণ লখনউ দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা তিনি মোহনবাগান এসজি দলে চেয়ারম্যানও।
এর ফলে সবুজ মেরুনের একটা বড় অংশ সমর্থক লখনউ দলকে সমর্থন করতে হাজির থাকেন ইডেনে। ফলে ম্যাচ হবে টানটান। কিন্তু ম্যাচের দিন কেমন থাকবে আবহাওয়া, বৃষ্টি কি এই ম্যাচে প্রভাব ফেলতে পারে, এ বিষয়ে বিস্তারিত তথ্যই তুলে ধরা হলো এই প্রতিবেদনে।
চৈত্রের শেষে কলকাতায় এখন গরমের পারদ ক্রমশ বাড়ছে। কালবৈশাখীর সম্ভাবনা থাকে এই সময়। মঙ্গলবার অবশ্য বেলা সাড়ে তিনটা থেকে ম্যাচ। এই ম্যাচের আগে কলকাতার ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর। আবহাওয়া সংক্রান্ত ওয়েবসাইটের তথ্য অনুযায়ী মঙ্গলবার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। মূলত রৌদ্রজ্জল আবহাওয়া থাকবে।
