নিউজ ডেস্ক ::কিছুটা বিতর্ক তৈরী করে দিলেন কপিল দেব। কপিল দেব ভারতীয় ক্রিকেটের আইকন। তাঁর কথা অত সহজে ছুঁড়ে ফেলা যাবে না। রোহিত শর্মার টি২০ ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ভারতীয় দলের নেতৃত্বে পরিবর্তন আনতে হয়েছে। ভারতীয় ক্রিকেটের এই কিংবদন্তি ২০২৪ টি২০ বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করার পর T20I ফরম্যাট থেকে সরে দাঁড়ান। এরপর তিনি ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারতকে শিরোপা জেতান এবং এখন পর্যন্ত মনে হচ্ছে, তিনি ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ভারতকে নেতৃত্ব দেবেন। কিন্তু তারপর? তা নিয়ে চলেছে জোর জল্পনা।
অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি শুভমন গিলকে সাদা বলের ক্রিকেটে সহ-অধিনায়ক (ভাইস-ক্যাপ্টেন) হিসেবে নিয়োগ করেছে এবং বিশেষজ্ঞদের মতে শুভমন গিলকে ভবিষ্যতের অধিনায়ক হিসেবে তৈরি করা হচ্ছে। ২০২৬ সালে গিল টি২০ অধিনায়ক হতে পারেন এবং ২০২৭ সালে পূর্ণাঙ্গ সাদা বলের অধিনায়কের দায়িত্ব নিতে পারেন। তবে ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব এই বিষয়ে ভিন্ন মত পোষণ করেছেন। MyKhel-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি শুভমন গিল নয়, হার্দিক পান্ডিয়াকে ভারতের সাদা বলের অধিনায়ক হিসেবে দেখতে চান।
এক সাক্ষাৎকারে কপিল দেব বলেন, ‘আমার কাছে হার্দিক পান্ডিয়া-ই সাদা বলের অধিনায়ক। এই পদে অনেক প্রতিদ্বন্দ্বী আছে, তবে আমার পছন্দ হার্দিক।”
