নিউজ ডেস্ক ::উত্তরের আকাশে কালো মেঘ, বজ্র বিদুৎ সহযোগে চলছে বৃষ্টি , ভিজছে গৃহস্থের উঠোন থেকে কৃষি জমি।
বুধবার রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। চৈত্র মাসের শেষে আসা বৃষ্টিতে বেড়েছে শীতের আমেজ।
যদিও অবিরাম বৃষ্টিতে ছন্দপতন হয়েছে স্বাভাবিক জনজীবন, পিচ্ছিল পথে ঘটছে দূর্ঘটনা।
আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলে যাওয়ায় এই মুহূর্তে মাটি ভেজা গন্ধে মম করছে ডুয়ার্সের আকাস বাতাস।
দীর্ঘ সময় পর বৃষ্টির জল পেয়ে বদলেছে বনাঞ্চলের রূপ, শাল ফুল ভরা জঙ্গল থেকে গৃহস্থের উঠোন সবেতেই এক শীতল শান্তি বিরাজমান।
