নিউজ ডেস্ক ::ইতিমধ্যে রাষ্ট্রপতির সই হয়ে ওয়াকফ বিল আইনের পরিণত হয়েছে। এই পরিস্থিতিতে কোনো অঙ্গরাজ্যে সেই বিল কি বাতিল করতে পারে? এই নিয়ে প্রশ্ন উঠেছে। অথচ ফিরহাদ হাকিম তাই বলেছেন। রাজ্যজুড়ে সর্বত্র নয়া ওয়াকফ আইনের প্রতিবাদ হচ্ছে। বিশেষ করে মুর্শিদাবাদের জঙ্গিপুর-সুতিতে দফায়-দফায় বিক্ষোভ হয়েছে। অশান্তির ঘটনাও ঘটেছে। তবে, এ রাজ্যে ওয়াকফ আইন কার্যকরী হবে না বলে সাফ জানিয়ে দিলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। বুধবার মেদিনীপুরে এমকেডি-এ রিভিউ বৈঠকে হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম। পরে মিটিং শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেশ কিছু প্রশ্নের উত্তর দেন মন্ত্রী ফিরহাদ হাকিম। সেই প্রসঙ্গেই তিনি জানান, “ওয়াকফ বিলের বিরোধিতা করে পশ্চিমবঙ্গ বিধানসভায় রেজুলিউশন নেওয়া হয়েছিল। সেই রেজুলিউশন পাঠানো হয়। তারপরও সেই ওয়াকফ বিল পাস হয়, যেটা অন্যায়। কারণ, সংবিধানে লেখা আছে সংখ্যালঘুদের সম্পত্তি তাদের হাতেই থাকবে। তাই এটা অন্যায় এবং অসাংবিধানিক।”
ওই বৈঠকে মেদিনীপুর ও খড়গপুরের উন্নয়নের বেশ কিছু প্রকল্প নিয়ে আলোচনা হয়। এছাড়াও যে সমস্ত সমস্যা রয়েছে সেগুলি যাতে দ্রুত কাটিয়ে মেদিনীপুর খড়গপুর উন্নয়ন পর্ষদের মাধ্যমে দ্রুত সম্পন্ন করা যায়, সেই বিষয়েও এই বৈঠকে আলোচনা করা হয়। সাংবাদিকদের তিনি আরও বলেন, “বিজেপি এটা করেছে হিন্দু ভোট ও মুসলমান ভোটের জন্য। এটা বিরোধিতা আমরা করব। কিন্তু বাংলায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যিনি সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাসী। ফলে সংখ্যালঘুরা দুঃখিত হবেন এমন কাজ মুখ্যমন্ত্রী করবেন না। তাই স্বাভাবিকভাবেই আমাদের এখানে এই আইন কার্যকর হওয়ার প্রশ্ন ওঠে না।” কিন্তু এটা করলে যে সাংবিধানিক সংকট তৈরী হবে তাতে কোনো সন্দেহ নেই।
