নিউজ ডেস্ক ::অবশেষে উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও বৃষ্টির দেখা মিললো। এক ধাক্কায় তাপমাত্রা কিছুটা কমেছে। এই বৃষ্টি সন্ধ্যার দিকে আরও কয়েকদিন হওয়ার সম্ভাবনা আছে।
শুক্রবার সকালে আলিপুর আবহাওয়া দপ্তর তাদের ফোরকাস্ট প্রকাশ করেছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ১৫ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। একই সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে জেলায় জেলায়। হাওয়া অফিস জানাচ্ছে, ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে দক্ষিণবঙ্গে। রয়েছে নিম্নচাপও। সবমিলিয়ে ঝড়-বৃষ্টি বাড়বে। শুক্রবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, কলকাতা সহ সব জেলাতেই। ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই। এদিকে টানা বৃষ্টির জেরে ভ্যাপসা গরম থেকে মিলবে মুক্তি। শুক্রবার কলকাতা ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে।
অন্যদিকে উত্তরবঙ্গে (North Bengal Weather) আজও দুর্যোগপূর্ন আবহাওয়া থাকবে। দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের সহ আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। উপরের দিকের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির দাপট বেশি থাকবে।
