নিউজ ডেস্ক ::বাংলাদেশের অবস্থা আরও গভীর সংকটে। হাসিনা পরবর্তী বাংলাদেশকে কিছুতেই সামলাতে পারছেন না ইউনুস। বাংলাদেশের সেনার অন্দরে একটা টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে। এবার বড় মোড়। বাংলাদেশের সেনার ৫ আধিকারিককে গৃহবন্দি করে রাখা হয়েছে, এমনটাই সূত্রের খবর। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান যখন রাশিয়া সফরে রয়েছেন, সেই সময়ই ওপার বাংলায় উত্তেজনা বাড়িয়েছে ৫ সেনাকর্তাকে গৃহবন্দি করে রাখার খবর। সূত্রের খবর, গত বছরের জুলাই মাসে বাংলাদেশে যখন ছাত্র গণআন্দোলন চলছিল, সেই সময় এই ৫ সেনা কর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তাই তাদের ঢাকা ক্যান্টনমেন্টে কার্যত গৃহবন্দি করে রাখা হয়েছে। পরিস্থিতি ক্রমাগত উত্তপ্ত হচ্ছে। অদূর ভবিষ্যতে এর পরিনাম যে ভালো হবে না তা সকলেই বুঝতে পারছেন।
খবরে প্রকাশ,ওই ৫ সেনাকর্তার মধ্যে ২ জন ব্রিগেডিয়ার, ১ জন কর্নেল, ১ জন লেফটেন্যান্ট কর্নেল ও ১ জন মেজর রয়েছেন। তবে অন্তর্বর্তী সরকার তাদের পরিচয় সামনে আনেনি। তবে সূত্রের খবর, ইনফ্যানট্রি ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল, র্যাবের এক কর্নেল এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর গৃহবন্দি রয়েছেন। এরা সকলেই হাসিনা ঘনিষ্ঠ ছিলেন। স্বাভাবিক কারণেই সেনাবাহিনীর মধ্যে ক্ষোভ বাড়ছে। জানা গিয়েছে, গত ৫ এপ্রিলের পর থেকে ওই ৫ সেনাকর্তার বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টাই তাদের উপরে নজর রাখা হচ্ছে। আপাতত তাদের কাজে যোগ দেওয়াও বারণ। ৫ সেনাকর্তাই দেশ ছেড়ে যেতে পারবেন না বলে নির্দেশ দেওয়া হয়েছে। যেকোনো দিন বাংলাদেশ সেনা বিদ্রোহ শুরু হয়ে যেতে পারে।
