ইরানের সঙ্গে আমেরিকার পরমানু চুক্তি আলোচনা কতটা সফল হবে তা নিয়ে সন্দীগ্ধ বিশ্ব

নিউজ ডেস্ক ::খুব দ্রুত ইরানের সঙ্গে পরমানু চুক্তি সম্পন্ন করতে চায় আমেরিকা। কিন্তু আগে থেকেই শর্ত আরোপ করে কোনো চুক্তি কি আদৌ সম্ভব? শনিবার দু’দেশের মধ্যে পরমাণু কর্মসূচি বা পরিকল্পনা নিয়ে বৈঠক শুরু হয়েছে। এই আলোচনা আগামী শনিবার পর্যন্ত চলতে পারে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফের মধ্যে বৈঠক হয়েছে গতকাল। বৈঠকের আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যদি ইরান পরমাণু অস্ত্রের দৌড় থেকে না সরে তাহলে তাদের নরকের দিকে যেতে হবে! ট্রাম্পের এই দাদাগিরি খুব সহজে মেনে নেবে না ইরান।

এই পরিস্থিতিতে বৈঠকশেষে আব্বাস জানিয়েছেন, ”আমেরিকার তরফে বলা হয়েছে খুব দ্রুতই কোনও সদর্থক চুক্তির পথে হাঁটা সম্ভব হবে। কিন্তু সেটা খুব সহজে হবে না। সেজন্য দু’পক্ষেরই ইচ্ছাশক্তি থাকা দরকার। তবে আমি মনে করি আমরা দরাদরির মূল জায়গাটার খুব কাছাকাছিই রয়েছি। আমরা কিংবা বিপরীত পক্ষ, কেউই চাই না নিস্ফলা আলোচনা। স্রেফ আলোচনার জন্য আলোচনা, যা কেবল সময় নষ্ট করে, সেটা মোটেই কাম্য নয়।” এদিকে হোয়াইট হাউসও এই বৈঠককে ‘অত্যন্ত সদর্থক ও গঠনমূলক’ বলেই বর্ণনা করেছে। ট্রাম্পও জানিয়েছেন, ”আমার ধারণা ওঁরা ঠিক আলোচনাই করছেন। তবে শেষ পর্যন্ত না পৌঁছনো অবধি কিছু বলা মুশকিল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *