আহত, অসুস্থ একটা পথ কুকুরকে থানায় নিয়ে এসে চিকিৎসা করাচ্ছেন পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ।

নিউজ ডেস্ক ::প্রত্যেক মানুষের মধ্যে থাকে একটা সুপ্ত পশুপ্রেম। উপযুক্ত পরিবেশে তা প্রকাশ পায়। রাস্তায় অসুস্থ অবস্থায় পড়ে থাকা এক আহত কুকুরকে উদ্ধার করে থানায় নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করলেন পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে, যখন থানার একটি গাড়ি রুটিন পেট্রোলিংয়ে বেরিয়েছিল। সেই সময় রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় কাতরানো একটি কুকুর পুলিশের গাড়িতে নিজেই উঠে পড়ে। পুলিশকর্মীরা প্রথমে কিছুটা অবাক হলেও দ্রুত বুঝতে পারেন, কুকুরটি কারও দ্বারা আঘাতপ্রাপ্ত। সম্ভবত দেশি জাতের এই প্রাণীটির ওপর নৃশংস হামলা হয়েছে।

এরপর আর দেরি না করে, আহত কুকুরটিকে দ্রুত পশু চিকিৎসালয়ে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসার ব্যবস্থা করেন থানার আইসি নিজে। তবে এখানেই থেমে থাকেননি তিনি। কুকুরটিকে আপাতত থানাতেই রাখা হয়েছে, এবং সেখান থেকেই তার সেবা-শুশ্রূষা চলছে পুরোদমে। আইসি বিশ্ববন্ধু চট্টরাজ রবিবার জানান, “চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সমস্ত ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসা করা হচ্ছে। ও তো অবলা জীব, নিজের কষ্ট কারও সঙ্গে ভাগ করে নিতে পারে না। তাই একে সহানুভূতির চোখেই দেখা উচিত। মানবিক দৃষ্টিভঙ্গি থেকেই আমরা এই কাজটা করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *