ইউক্রেনের সুমি শহরকে দেখে যাওয়ার আমন্ত্রণ জানালেন ট্রাম্পকে জেলেনক্সি

নিউজ ডেস্ক ::শুধু রবিবারের ভয়াবহ মিসাইল হামলায় ইউক্রেনের প্রান্তিক শহর সুমিকে ধ্বংসস্তুপে পরিণত করেছে রাশিয়া। অথচ ট্রাম্পের মধ্যেস্থতায় যুদ্ধবিরতি আলোচনা শুরু হয়েছিল। সেই কথা ট্রাম্পকে স্মরণ করিয়ে দিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট। রবিবার ইউক্রেনের উত্তর-পূর্বের শহর সুমিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ ফৌজ। যার জেরে কার্যত নরকে পরিণত হয়েছে শহরটি। এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে ৩৪ জনের। আহত শতাধিক। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মৃতদেহ। ভেঙে পড়েছে একের পর এক বহুতল। রাশিয়ার হামলার পর ধবংসের এই ছবি দেখার জন্য ডোনাল্ড ট্রাম্পকে ইউক্রেনে আসার ডাক দিলেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন প্রেসিডেন্টের উদ্দেশে তিনি বলেন, “আসুন দেখে যান পুতিন কী হাল করেছে আমাদের।” 

পুতিন যে কারোর কথা শোনার লোক নয়, তা স্পষ্ট হয়েছে। এই মুহূর্তে পুতিনের উপর সমস্ত বিশ্বের চাপ সৃষ্টি করা উচিত। যুযুধান দু’দেশই লড়াই থামাতে শর্তসাপেক্ষে রাজি হয়েছে। কিন্তু এই আলোচনার মাঝেও যুদ্ধের ঝাঁজ কমেনি। সুমি শহরে ভয়াবহ রুশ হামলার পর ট্রাম্পকে কিয়েভে আসার আমন্ত্রণ জানিয়েছেন জেলেনস্কি। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি চাই, যুদ্ধজর্জর এলাকাগুলো এসে দেখে যান ট্রাম্প। তিনি দেখুন পুতিন কী হাল করেছে। দয়া করে বোঝার চেষ্টা করুন পুতিন কী করছে, কী চায়। কোনও কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে, কোনও রকম সমঝোতার পথে হাঁটার আগে এখানে এসে নিরীহ মানুষগুলোর সঙ্গে কথা বলুন। নিজের চোখে হাসপাতাল, চার্চগুলোর দশা দেখুন। নিষ্পাপ শিশুগুলোর মুখের দিকে তাকান।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *