দৈনন্দিন কাজকর্মের জন্য জল কিনতে হচ্ছে বরুইপুরের মানুষদের

নিউজ ডেস্ক ::চরম গরমে তীব্র জল সংকটে ভুগছেন বারুইপুরের মানুষেরা। পাইপলাইনে জল আসে না। জলস্তর নেমে যাওয়ায় নলকূপেও জল পাওয়া যাচ্ছে না। ফলে খাওয়ার জন্য তো বটেই, দৈনন্দিন কাজকর্মের জন্য জল কিনতে হচ্ছে। এমনই পরিস্থিতি বারুইপুরের একাধিক পঞ্চায়েত এলাকায়। বারুইপুরের মল্লিকপুর পঞ্চায়েতের বহু এলাকাতেই জল কেনা ছাড়া উপায় নেই স্থানীয় বাসিন্দাদের। উত্তরায়ণ, সুমন বেকারি লেন এলাকার বাসিন্দারা জানান, গরম বাড়তেই জলসঙ্কট তীব্র হয়েছে। মল্লিকপুর স্টেশন সংলগ্ন এইসব এলাকায় পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহ শুরু হয়েছিল বেশ কয়েকবছর আগে। কিন্তু অভিযোগ, বর্তমানে অনেক জায়গাতেই জল আসে না। কোথাও কোথাও খুব কম জল মেলে। তাতে প্রয়োজন মেটে না।

দৈনন্দিন কাজে ব্যবহারের জন্য অনেক বাড়িতেই নলকূপ রয়েছে। কিন্তু জলস্তর নেমে যাওয়ায় ১০০-২০০ ফুটের সেই নলকূপ থেকেও জল উঠছে না। পুরসভা ঘেঁষা এই সব এলাকায় গত কয়েকবছরে জনবসতি বেড়ে গিয়েছে কয়েকগুণ। জার জেরে জলসঙ্কট আরও বেড়েছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। বাসিন্দারা জানান, এলাকায় পঞ্চায়েতের বসানো গভীর নলকূপ রয়েছে। কিন্তু একটা নলকূপের উপর আশেপাশের কয়েকশো পরিবার নির্ভরশীল। ফলে জল নিতে মারমারি-ধাক্কাধাক্কি বেধে যায় প্রায়ই। জলের জন্য প্রশাসনকে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। সুমন বেকারি লেনের বাসিন্দা আনন্দকুমার সাহা বলেন, “জলের সমস্যায় আমরা জেরবার। এই এলাকায় হু হু করে লোক বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে জলের সমস্যা। পানীয় বা নিত্য ব্যবহারের জন্য কার্যত কোনও জলের ব্যবস্থাই নেই। সবটাই কেনা জলের উপর নির্ভরশীল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *