নিউজ ডেস্ক ::আবার, আবার ভাইজানকে প্রাণনাশের হুমকি। একাধিকবার তাকে টার্গের করেছে কিছু দুষ্কৃতী। জানা গিয়েছে, সোমবার সকালে মুম্বই ট্রাফিক পুলিশের হেল্পলাইন হোয়াটসঅ্যাপ নাম্বারে একটি হুমকির বার্তা পাঠানো হয়েছে। যেখানে অভিযুক্ত বলেছে, সলমন খানের বান্দ্রার গ্যালক্সি অ্যাপার্টমেন্টে ঢুকে তাকে হত্যা করবে এবং গাড়ি বোমা মেরে উড়িয়ে দেবে। আর এই কারণেই কিন্তু আবারও মুম্বই পুলিশ নতুন করে অভিযোগ দায়ের করেছে। সেই সঙ্গে তদন্তও করতে শুরু করেছে। কিন্তু কেন সলমনকে বার বার টার্গেট করা হচ্ছে, তা এখনও পরিষ্কার নয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অজ্ঞাত এক ব্যক্তির কাছ থেকে নতুন করে প্রাণনাশের হুমকি পাচ্ছেন। অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে ওয়রলি থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে খুঁজে বের করার জন্য তদন্ত শুরু হয়ে গিয়েছে পুলিশ বিভাগ। কত কয়েক বছর ধরেই কিন্তু এরকমই মৃত্যুর হুমকির শিকার হচ্ছেন সলমন খান। গত বছর কিন্তু ১৪ এপ্রিল দুজন বাইক আরোহী অভিনেতার বান্দ্রার বাড়িতে চার রাউন্ড গুলি চালিয়েও পালিয়ে যায়। তবে এখানেই শেষ নয়! গত বছর বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বলিউড অভিনেতার বাড়িতে গুলি চালিয়েছিল। তার পরেই কিন্তু দাবাং খানের নিরাপত্তার ওপর আরও জোর দেওয়া রয়েছে। গত দু’বছরে অনেকবারই কিন্তু মৃত্যুর হুমকির শিকার হয়েছেন সলমন খান। বলিউড অভিনেতাকে হত্যার ষড়যন্ত্রের কারণে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের ১৮ জন লোকেদের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে। গত বছর নভেম্বর মাসে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে হুমকির বার্তাও পাঠানো হয়েছিল।
