নিউজ ডেস্ক ::মুর্শিদাবাদ এখন শান্ত। আদালতের নির্দেশে বিশাল কেন্দ্রীয় বাহিনী সোমবার টহল দেয় উপদ্রুত এলাকায়। শ্মশানের শান্তি বিরাজ করছে ওই সমস্ত অঞ্চলে। একের পর এক দোকানপাট বন্ধ হয়ে গিয়েছে। এদিকে কেন্দ্রীয় বাহিনী এসেছে এলাকায়। কিন্তু তারা খাবেন কোথায়? সারাদিন টহল দিচ্ছেন তারা। এবার এগিয়ে এল স্থানীয় কালীপুজো কমিটি। মন্দির কর্তৃপক্ষ ওই টহলরত জওয়ানদের জন্য খিচুড়ি ভোগের ব্যবস্থা করেন। কালী মন্দির কমিটি জানিয়েছে এলাকায় দোকানপাট বন্ধ রয়েছে। তার জেরে খাবার পাওয়া যাচ্ছে না এলাকায়। সেকারণেই জওয়ানদের জন্য খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে। দুপুরবেলা মন্দির কমিটির পক্ষ থেকে দেওয়া হয়েছে খিচুড়ি ভোগ। রাতে ভাত আর আলুরদমের ব্যবস্থা করা হয়েছে।
মুর্শিদাবাদের বেতবোনা, জাফরাবাদ। একেবারে ভয়াবহ পরিস্থিতি। সামসেরগঞ্জের বেতবোনাতে একের পর এক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। দাউ দাউ করে জ্বালিয়ে দেওয়া হয় একের পর এক বাড়ি। ভেতরে যা কিছু আসবাবপত্র ছিল সব নষ্ট। খাবার যা ছিল সব শেষ। এসবের মধ্য়েই কলকাতা হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় মুর্শিদাবাদে। সারাদিন টহল তারা ছিলেন ক্লান্ত। অবশেষে কলি মন্দির কমিটির সৌজন্যে তাদের আন্নের ব্যবস্থা হয়েছে।
