মুর্শিদাবাদে নয়, মালদা ছুটলেন রাজ্যপাল

নিউজ ডেস্ক ::গতকাল রাজ্যপালভবন সূত্রে জানা গিয়েছিল শুক্রবার রাজ্যপাল জানেন মুর্শিদাবাদ। যদিও তার আগেই এই মুহূর্তে সকলকে মুর্শিদাবাদ যেতে নিষেধ করেছিলেই মুখ্যমন্ত্রী। আজ সকালে হঠাৎ রাজ্যপাল গন্তব্য পরিবর্তন করেন। মুর্শিদাবাদের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গড়ে দিল কলকাতা হাই কোর্ট। কমিটিতে জাতীয় মানবাধিকার কমিশন, রাজ্য মানবাধিকার কমিশন ও রাজ্য আইন পরিষেবা কর্তৃপক্ষের একজন করে সদস্য থাকবে এই কমিটিতে। পাশাপাশি মুর্শিদাবাদের অশান্তিতে এনআইএকে তদন্তভার দেওয়া নিয়ে বিষয়টি কেন্দ্রের উপরেই ছেড়েছে আদালত। সম্ভবত সেই কারণেই রাজ্যপালের গন্তব্য পরিবর্তন।

শুক্রবার শিয়ালদহ স্টেশন থেকে মালদহে রওনা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলবেন তিনি। পাশাপাশি এলাকার পরিস্থিতি খতিয়ে দেখবেন রাজ্যপাল। মুর্শিদাবাদে এখনও মোতায়েন রয়েছে আধাসেনা। পুলিশ সিট গঠন করে হিংসার ঘটনার তদন্ত শুরু করেছে। এখনও পর্যন্ত ২৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক। ছন্দে ফিরছে নবাবের জেলা। এখন দেখার মালদায় গিয়ে কোন বার্তা দেন রাজ্যপাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *